রাত পোহালেই পবিত্র ঈদুল আযাহা।
.
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা।
আগামীকাল ১০ জিলহজ শনিবার পবিত্র ঈদুল
আজহা, কোরবানির ঈদ।
.
ঈদের নামাজ শেষে মহান আল্লাহর
সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু
কোরবানি করবেন সামর্থ্যবান
মুসলমানরা।
.
ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের
সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার পবিত্র নগরী
মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত
হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম
সম্প্রদায় হজ পালন করেছেন।
.
স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ
সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
সকালে মুজদালিফা থেকে ফিরে হাজীরা
মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের
অন্য কার্যাদি
সম্পাদন করবেন।
.
ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র
হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত
ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র
ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি
করতে গিয়েছিলেন।
.
আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত
ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে
আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি
নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ফলে সঙ্গে
সঙ্গে পুত্র ইসমাইলের পরিবর্তে পশু

কোরবানি করার নির্দেশ আসে আল্লাহর
পক্ষ থেকে।
.
সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই
হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশু
জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান
এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক
প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু
কোরবানি করা ওয়াজিব।
.
ইসলামে কোরবানি খুবই
তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে সূরা
কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে,
‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ
পড়ুন এবং কোরবানি করুন।’
.
রাসুল (সা.) বলেছেন, ‘ঈদুল আজহার দিন
কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর
কাছে অধিক পছন্দনীয় নয়।
.
গরু, মহিষ, উট, ভেড়া. ছাগল,
দুম্বাসহ যে কোনো হালাল পশু দিয়ে
কোরবানি দেয়া যায়।
.
আগামীকাল সকালে মুসল্লিরা
নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল
আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়
করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন
কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে
ধনী- গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ
আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।
.
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে
বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল
হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া।
.
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে
সরকারি, আধা-সরকারি ও
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের
ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল,
কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত
মানের বিশেষ খাবার পরিবেশন করা হবে।
.
মঙ্গলবারই রাজধানী থেকে ঘরে
ফেরার পালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার শহরের সড়কগুলো ছিল বেশ
ফাঁকা। ভিড় ছিল পশুর হাট, বাস টার্মিনাল,
রেলস্টেশন ও লঞ্চঘাটে।
.
ঈদযাত্রায় ভোগান্তি কম নয়, এবারও তার
কোনো হেরফের হয়নি। কিন্তু প্রিয়জনের
সান্নিধ্য লাভ ও আপন ঠিকানায় ফেরার জন্য
যাত্রার দুর্ভোগ মেনে নিয়ে সপরিবারে
গ্রামে গেছে অসংখ্য মানুষ।
.
এদিকে রাজধানী ঢাকায় বেশ
কয়েকটি ঈদের নামাজের জামাত
অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের
নিরাপত্তা নিশ্চিত করতে র্যা ব ও
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক
নজরদারিতে থাকবে।

ঈদের নতুন গান পেতে আমাদের সাইটটি ভিজিট করুন

19 thoughts on "রাত পোহালেই পবিত্র ঈদুল আযাহা সব্বাইকে ঈদের অভিনন্দন ও ঈদ মোবারক"

  1. NABI Author says:
    4 hour agei to ei post kora
  2. Raihan Contributor says:
    Eid Mobarok
  3. ইঈ মোবারক।
  4. MD Sagor Ahmed Author says:
    ঈদ উপলক্ষে_ও কি,আমাদের মত ভালো ভালো Contributor দের কি Author করা হবেনা?
  5. @ishan Subscriber says:
    তুমি কি জুম্মার নামাজ না পড়ে এ পোস্ট করেছো!
  6. Md Sabbir Ahamed Contributor says:
    Vai. Symphony v32 kivabe root korbo bolte parben?
  7. Imran Khan Contributor Post Creator says:
    kingroot apps download koro
  8. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট
    1. AnDroid Author says:
      Reja vai.Help kore.
      Autor hote cai.
    2. Reja BD Author says:
      রানা ভাইর পোষ্টটে কমেন্ট করুন।

      অথবা আমার ফেইসবুকে আসুন।

      Fb.Com/RejaRox

  9. Najmul Islam Author says:
    Post ta to kora hoyce.. Aponar 2gonta age abar korar dorkar ki cilo
  10. Shorkar Shohag Contributor says:
    ***% Eid Mubarak %***
  11. xboyh Contributor says:
    Eid Mubarak

Leave a Reply