প্রথমে Siri ও Cortana কে টেক্কা দিতে বাজারে এলেও এখন তার প্রতিযোগিদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে Google Now। আপনার পছন্দের মতো কার্ড আপনার ফোনে ক্রমাগত পাঠাতে থাকে Google Now। আপনার গুগুল সাচ্চে অয়াকটিভিটির উপর ভিত্তি করে ঐ কার্ডগুলি আপনাকে পাঠায় Google।

গুগুল্ম সার্চ ছাড়াও আপনার Gmail ইনবক্স থেকেও তথ্য সংগ্রহ করে Google। এতো কিছুর পরেও আপনি নিজে কি কার্ড দেখবেন সেটা আপনি যদি নিজে ঠিক করতে চান তবে কিভাবে তা করবেন সেই কথাই নিচে আলোচিত হল।

স্টেপ ১। প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার Google Now-এর কার্ড অপশানটি অন রয়েছে।

স্টেপ ২। Google Now ওপেন করুন।

স্টেপ ৩। বাঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে Settings ->Accounts & privacy -> Google activity controls -> Web & App Activity তে যান।

স্টেপ ৪। এবার ‘Web & App Activity ‘ অপশানটি টার্ন অন করে দিন।

এবার কাস্টোমাইজেশানের জন্য আপনাকে সাইডবার মেনুতে ফিরে এসে “Customize”-এ ট্যাপ করতে হবে। এখানে খেলা, ব্যাবসা, বিনোদন ইত্যাদি অপশান দেখতে পাবেন এখানে “+” আইকনে ট্যাপ করে নিজের পছন্দের বিভাগটি বেছে নিতে হবে। এছাড়াও নিচের পদ্ধতিতে নিজের সার্চ অপশানও কাস্টোমাইজ করে নিতে পারবেন।

স্টেপ ১। Google.com ওপেন করুন।

স্টেপ ২। নিজের পছন্দের জিনিস সার্চ করুন।

স্টেপ ৩। এবার এবার উপরে কার্ড অপশান দেখলে “Follow Add”- ট্যাপ করুন।

12 thoughts on "কিভাবে নিজের গুগুল ফিডের কার্ড কাস্টোমাইজ করবেন?"

    1. ভাই এইটা কি হইল??
    2. Devian Sagor Author says:
      একটাও Sshot নাই!!
  1. Abir Author says:
    good post but sereen shot dile bugte rektu vhalo hoto..
    1. আমি ক্ষমাপার্থি ভাই
    2. Abir Author says:
      its ok bro..
  2. mdreaz Contributor says:
    reported…… kicu bujar nei
    1. কেন ভাই রিপোর্ট করছেন??
  3. Loading...... Contributor says:
    VAi Tmr Fb link dawo
    1. Sajel Contributor says:
      ভাই আপনি Author থেকে contribotor হলে কিভাবে
    2. ভাই আমি ২০১২ সাল থেকেই ট্রিকবিডির সাথে আছি
    3. ফোন করতে পারেন ০১৮৬৬০৫২০২৩

Leave a Reply