Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » ব্লু হোয়েল গেম এর ব্যাখ্যা, গেম খেললে ৫০ তম স্তরে মৃত্যু অনিবার্য!!!!! Sshot সহ!!!! [ ★ Collected Post ★ ]

ব্লু হোয়েল গেম এর ব্যাখ্যা, গেম খেললে ৫০ তম স্তরে মৃত্যু অনিবার্য!!!!! Sshot সহ!!!! [ ★ Collected Post ★ ]

পোস্ট টি খুব গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা! তাই ফেইসবুক থেকে কপি করে,,কিছু পরিমার্যন করে আপনাদের সামনে উপস্থাপন করছি!!! কারণ- এটি সবার জানা দরকার!!!!!

ব্লু হোয়েল ( Blue whale ) গেম, যেই
ভিডিও গেম খেললেই সে আত্মহত্যা
করতে পারে।।
।।
বাংলাদেশেও পৌঁছে গেছে ‘ব্লু
হোয়েল’ গেমস। আর এই গেমসের
নেশায় পড়ে রাজধানীতে আত্মহত্যা
করেছে এক কিশোরী। গত বৃহস্পতিবার
রাতে সেন্ট্রাল রোডের বাসায়
নিজের পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে
ঝুলন্ত অবস্থায় অপূর্বা বর্ধন স্বর্ণার
লাশ উদ্ধার করে পুলিশ।
।।
অ্যাডভোকেট সুব্রত বর্মনের মেয়ে
এবং ফার্মগেটের হলিক্রস স্কুলের
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে
জানা গেছে, স্বর্ণা বিদ্যালয়ের
ফার্স্ট গার্ল ছিল। ওয়াইডব্লিউসিএ
হাইয়ার সেকেন্ডারি গালর্স স্কুলে
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত
সম্মিলিত মেধা তালিকায় তার
অবস্থান ছিল প্রথম ।
।।
অ্যাপ স্টোর , প্লে স্টোর , ইন্টারনেট
বা গুগল কোথাও খুঁজে পাবেন না এই ‘
ব্লু হোয়েল ‘গেম , খুঁজে পেতে পারেন
কারো পাঠানো কোনো গোপন
লিংকের মাধ্যমে । এটি একটি
সুইসাইড গেইম অর্থাৎ গেম খেললে
মৃত্যু অনিবার্য ।
।।
আপনি আমাকে প্রশ্ন করতে পারেন –
একটি গেম খেললে কিভাবে মৃত্যু
হবে ? কি বলেন ডাক্তার সাহেব !
।।
ওয়েট , আমি ব্যাখ্যা দিচ্ছি ।
।।
‘ ব্লু হোয়েল ‘ বা Blue whale এর অর্থ
নীল তিমি । নীল তিমিরা মৃত্যুর
আগে সাগরের তীরে উঠে আসে –
তারা আত্মহত্যা করে বলে অনেকের
ধারণা ! একারণেই গেমের নাম রাখা
হয়েছে ‘ Blue whale ‘ বা নীল তিমি ।
মনে রাখবেন – গেমটি বাধ্য করে
তার ইনস্টলকারীকে সবগুলো স্তর
খেলার জন্য ।
‘ ব্লু হোয়েল ‘ গেমটি ৫০ টি লেভেলে
বিভক্ত । F57 নামক রাশিয়ান
হ্যাকার টিম গেমটি তৈরি করে ।
২০১৩ সালে তৈরি হয়েছিলো গেমটি
, কিন্তু ২০১৫ সালে VK. com নামক
সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা
পায় এবং প্রচুর ডাউনলোড হয় গেমটি
। ফিলিপ বুদেকিন নামক রুশ হ্যাকার
যে কিনা সাইকোলজির ছাত্র ছিলো
এবং ভার্সিটি থেকে বহিষ্কার
হয়েছিলো – তার মাথার বুদ্ধি
থেকেই জন্ম নেয় এই গেমটি ।
রাশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী
তাকে গ্রেফতারের পর সে জানায়
হতাশাগ্রস্হদের পৃথিবী থেকে
নিশ্চিহ্ন করে দেবার জন্যই সে
গেমটি বানিয়েছে । হতাশা গ্রস্হদের
পৃথিবীত বেঁচে থাকার কোনো
অধিকার নেই ।
।।

রাশিয়ায় এ গেম খেলে মৃতের
সংখ্যা ১৫১ জন , এবং রাশিয়ার
বাইরে মারা গেছে ৫০ জন । জুলিয়া
ওভা ও ভের্নিকা ওভা নামক দুই বোন
প্রথম এই গেইমের শিকার । গেমটির
৫০ তম লেভেলে গিয়ে ছাদ থেকে

লাফিয়ে ওরা সুইসাইড করেছিলো ।
জুলিয়া ওভা মৃত্যুর ঠিক আগে
সোশাল নেটওয়ার্কে নীল তিমির
ছবি আপলোড দিয়ে লিখেছিলো – ‘
The end ! ‘
।।
গেমটি মূলত একটি ডার্ক ওয়েভের
( dark wave ) গেম । ডার্ক ওয়েভ হলো
ইন্টারনেটের অন্ধকার জগৎ । মনে
রাখবেন – গেমটি আপনি একবার
ডাউনলোড করলে আর কখনোই
আনইনস্টল করতে পারবেন না । গেমটি
আপনার ফোনের সিস্টেমে ঢুকে
আপনার আপনার আই পি এড্রেস ,
মেইলের পাসওয়ার্ড , ফেসবুক
পাসওয়ার্ড , কনট্যাক্ট লিস্ট ,
গ্যালারী ফটো এমনকি আপনার
ব্যাংক ইনফর্মেশান ! আপনার
লোকেশান ও তারা জেনে নিচ্ছে !
।।
‘ ব্লু হোয়েল ‘ গেম ওপেন করা মাত্র
আপনাকে একজন এডমিন পরিচালনা
শুরু করবে । আপনাকে জিজ্ঞেস করবে
– ‘ গেমটি খেলা শুরু করলে আপনি
কোনোভাবেই এর থেকে বেরিয়ে
আসতে পারবেন না , আপনি সর্বশেষে
মৃত্যু বরণও করতে পারেন , আপনি কি
চ্যালেন্জ গ্রহন করতে আগ্রহী ? ‘
।।
আপনি ইয়েস বা নো অপশনের মধ্যে ‘
ইয়েস ‘ অপশন ক্লিক করা মাত্রই পা
দিয়ে দেবেন মৃত্যু ফাঁদে ।
।।
গেমটির প্রথম দশটা লেভেল খুবই
আকর্ষনীয় । ইউজার এডমিন কিছু
মজার মজার নির্দেশনা দেন – যেমন
রাত তিনটায় ঘুম থেকে উঠে হরর ছবি
দেখা , চিল্লাচিল্লি করা , উঁচু
ছাদের কিনারায় হাঁটাহাঁটি করা ,
পছন্দের খাবার খাওয়া ইত্যাদি
নির্দেশনা দিতে দিতে এডমিন
হাতিয়ে নেবেন আপনার পার্সোনাল
ইনফরমেশন । প্রথম দশ টা লেভেল পার
করার পর আপনাকে তৈরি করা হবে
পরবর্তী দশটি লেভেলের জন্য ।
পনেরো লেভেল পর্যন্ত চলবে আপনার
ইনফরমেশান হাতানোর কাজ ! পনেরো
লেভেলের পর আপনাকে কঠিন মিশন
দেয়া শুরু হবে ! যেমন অ্যাডমিন
আপনাকে বলতে পারে আপনার হাতে
ব্লেড দিয়ে নীল তিমির ছবি আঁকুন !

প্রথম বিশটা চ্যালেন্জ অতিক্রম
করার পর অ্যাডমিন তার কৌশল
পরিবর্তন করতে শুরু করে। ।।
আপনি টেরই পাবেন না প্রথম বিশ
ধাপে সংগ্রহ করে ফেলা আপনার
তথ্যের উপর ভিত্তি করে আপনাকে
মোহাক্রান্ত বা হিপনোসিস পদ্ধতি
প্রয়োগ শুরু করা হবে ।
আপনি তখন ভাববেন এই গেম ছাড়া
আপনার বেঁচে থাকা অসম্ভব ।
আপনাকে শীতের দিনে খালি গায়ে
ঘুরতে বলা হবে , বাবার পকেট থেকে
টাকা চুরি করা , বন্ধুর মোবাইল চুরি
করা , আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটার
সাথে দুর্ব্যবহারের মিশন দেয়া হবে
আপনাকে ! আবার এসবের প্রমাণের
ছবি বা ফটো এডমিনকে পাঠাতে
হবে আপনার ! এভাবেই কৌশলে বন্ধু ও
পরিবারের সদস্যদের থেকে কৌশলে
আলাদা করে ফেলা হবে আপনাকে
এবং আপনি পৌঁছে যাবেন পঁচিশ
লেভেলে !
পঁচিশ লেভেলের পর নির্দেশনা
আসবে মাদক বা ড্রাগ নেবার !
এভাবেই সম্মোহিত করে করে
আপনাকে তিরিশ লেভেল পর্
তিরিশ তম লেভেল আপনি অতিক্রম

করার পর গেম এডমিন হঠাৎ আপনার
সাথে একটু চিট শুরু করবে !একত্রিশ
তম লেভেল আনলক করবে না , এদিকে
আপনি হয়ে উঠবেন ক্রেজী !
।।
তারপর কিছুদিন আপনাকে সারপ্রাইজ
দিয়ে হঠাৎ এডমিন – বলবে একত্রিশ
তম লেভেল আনলকড ! আপনার নগ্ন
ছবি চাওয়া হবে এই স্তরে ! আপনি
হিপনোসিস ও মাদকের কারণে
নিজের নগ্ন ছবি পাঠাতেও চিন্তা
করবেন না , ড্রাগ নেবার র মাত্রা
বাড়াতে থাকবেন আপনি ! এরপর
নির্দেশনা আসবে আপনার
ভালোবাসার মানুষের সাথে সেক্স
করে গোপনে ছবি তুলে আপলোড
করতে বা নিজের শরীরে একাধারে শ
খানেক সুঁই ফোটাতে এবং ফটো
আপলোড করে পাঠাতে ।
এভাবেই চলে যাবেন আপনি চল্লিশ
তম লেভেলে !
।।
এবার আপনি ভীত হয়ে গেমার
টিমকে অনুরোধ করবেন আপনাকে
মুক্তি দেবার জন্য ! আপনি কাঁদবেন ,
হাতজোড় করবেন , চাইবেন গেমটি
আনইনস্টল করার জন্য !
তখন শুরু হবে ব্ল্যাকমেইলিং ! গেমার
টিম বা এডমিন তখন আপনারই
পাঠানো সকল তথ্য ফাঁস করে দেবার
হুমকি দেবে , আপনি বাধ্য হয়ে
প্রবেশ করবেন একচল্লিশ তম স্তরে !
।।
একচল্লিশ থেকে ঊনপন্চাশ তম
লেভেলে আপনি প্রচন্ড হতাশ আর
মাদকাসক্ত হবেন ……. পন্চাশ তম
স্তরে আপনাকে মুক্তির শর্ত দেয়া
হবে ! বলা হবে আপনাকে নিজের
শরীরে অ্যানাসথেসিয়ার ড্রাগ
ক্যাটামিন পুশ করে তাদের কে ছবি
পাঠাতে এবং নিশ্চিত দশ তলার
চেয়েও উঁচু কোনো ছাদের একেবারে
কিনারায় দাঁড়িয়ে যদি সেলফি
আপলোড দিতে পারেন তবে আপনি
মুক্ত !
আপনি সেটা পারবেন না আর , কারণ
শরীরে পুশ করা ক্যাটামিন আপনার
মস্তিষ্কে চলে যাবে ততোক্ষণে !
আপনি মোবাইলের স্ক্রীণে তখন
নির্দেশ আসবে – ‘ নিচের দিকে
তাকাও ! লাফ দাও , মুক্তি পাও ! ‘
।।
আপনি মুক্তি পেতে গিয়ে আত্মহত্যা
করবেন !
এই ব্লু হোয়েল গেমটিতে ব্যবহার
করা হয়েছে চমৎকার গ্রাফিক্স ,
ব্যাক গ্রাউন্ড মিউজিক ভীষণ করুন !
All i want ও Ranway গানের মিউজিক
ব্যবহার করা হয়েছে ।
দুটো মিউজিক শুনলেই শরীরের রক্ত
হীম হয়ে যাবে !
।।
সবশেষে বলবো –
এসব আজেবাজে গেম যাতে কেও
আপলোড করবেন না ,
নিজেকে ভালোবাসুন , পরিবারকে
সময় দিন , জীবনকে ভালোবাসুন।

Colected

7 years ago (Oct 09, 2017)

About Author (32)

Sagor ⚡
author

লক্ষ একটা ~ উদ্দ্যেশ্য-ও একটা ! আমি হব শ্রেষ্ঠ মায়ের- শ্রেষ্ঠ সন্তান ! আমার ছোট্ট সাইট, চাইলে ঘুরে আসতে পারেন! Chaamp.Tk

Trickbd Official Telegram

99 responses to “ব্লু হোয়েল গেম এর ব্যাখ্যা, গেম খেললে ৫০ তম স্তরে মৃত্যু অনিবার্য!!!!! Sshot সহ!!!! [ ★ Collected Post ★ ]”

    • Devian Sagor Author Post Creator says:

    • Md Anamul Contributor says:

      OK

    • Mehedi Contributor says:

      আমি তো ব্লু হোয়েল খুজতে গিয়ে মিয়া খলিফারে খুইজা পাইছি,,,,

    • Tanveer Ahmed Contributor says:

      Devian, all i want gaan soho aro besh kisu music paichi, ran away music tar link din ?

    • AMBITIOUS Contributor says:

      ব্লু হোয়েল গেমস খেলে হলিক্রসের মেয়েটি আত্মহত্যা করেছে বলে যে খবর চাউর হয়েছে, তার এখন পর্যন্ত কোনো ভিত্তি নেই। মেয়েটার শরীরে ব্লু হোয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার আত্মহত্যার ধরনটিও আরও আট-দশটা আত্মহত্যার ঘটনার মতোই। মেয়েটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁরা তাকে ভয়ানক রকম নজরদারির মধ্যে রেখেছিলেন। অহেতুক সন্দেহ করতেন>তথ্য সুত্র প্রথম আলো।

    • Devian Sagor Author Post Creator says:

      Wikipedia te to deya

    • AMBITIOUS Contributor says:

      হয়ত

    • Tanveer Ahmed Contributor says:

      all i want gaan soho aro besh kisu music paichi, ran away music tar link kew din ?

    • WM Arman(Mod) Contributor says:

      আমরা বাঙ্গালিদের blue whale কিছু করতে পারবে নাম। blue whale এর curator(admin) তারে উল্টা বাশ দিবে।
      বাংলাদেশি যে মেয়েটি blue whale খেলে suicide করেছে বলছে আমার তো মনে হয় না সে blue whale খেলে suicide করেছে। তাকে অনেক ফ্যামেলিগত চাপ দেওয়া হয়ছে যার কারণে সে suicide করেছে। অনেকের suicide করার প্রবণতা থাকে। মেয়েটি আট দশটির মতো কোন কারণে করেছে হয়তো। আমরা জানি সাংবাদিকরা কথা লিখলে আট দশটা কথা বাড়াই লিখে।

    • NahidDX Contributor says:

      মেয়ের সুইসাইড এর পিছনের আসল কারন লুকানর জন্ন blue whale গেমের নাম বেবহার করা হচ্চে

  1. Sakibul hasan Rifat Contributor says:

    blue whale nea ar koto

  2. Sabbir rahman Contributor says:

    Report মারতে হবে একে।।।।

  3. Sabbir Hossain Author says:

    নতুন কিছু জানলাম, ধন্যবাদ ভাই।

  4. Astonnoor Subscriber says:

    এই মেয়েকে লিংক কে দিয়েছিল।

    • Tahsin Author says:

      আমিও আপনার সাথে এক মত মেয়ে টাকি র্ডাক ওয়েবে ঢুকেছিল নেকে???শুধু মিডিয়া আসলে কিছু জানেনা|

  5. Rakibulislam Contributor says:

    vai আপনি যে মেয়ের গল্পটা বললেন আসলে সে এই গেম খেলে আত্তহত্যা করে নি?

  6. Biplop Contributor says:

    গেম খেলমু।

  7. mdraselheart Contributor says:

    Game ta onk kosta downlod korci..,

  8. Mahbub Subscriber says:

    apni vul bolsen…..ai meye blue whale game khele more ni….

  9. Rafi khondokar Contributor says:

    link ta den kew

  10. Najmul Nazu Author says:

    এটা একটা ভুয়া সংবাদ আর অথররা এটাকে জাস্ট কপি/পেস্ট করে ট্রিকবিডিতে পোস্ট করছে ?

  11. Sayfullah Contributor says:

    oi meyer khobor to TV te dekhaini!
    kintu keno dekhaini??

  12. MD masum billah Contributor says:

    khelbo na kew ai game

  13. Amran Hossan Shuvo Contributor says:

    আমি গেমটা খেলতেছি। লেভেল ৮।

  14. Sabbir Hossain Author says:

    আজ প্রথম আলোতে দেখলাম গেমটা নিয়ে নাকি ছড়ানো হচ্ছে বেশী।

  15. mdkibro Contributor says:

    Link lagy vai plz debn

  16. Imran Hossain Contributor says:

    যারা পাগল তারা খেলবে

  17. Sabbir Ahmed Contributor says:

    Phone Reset dile to game ti ar thakbe na

    • Kawsar Ahammad Contributor says:

      এটা এমন একটি ভাইরাস গেমস যা টাইজন ভাইরাসের মত কাজ করে এবং ফোনের সিস্টেমে ঢুকে যায় ফলে ফোন রিসেট করলেও এটি নষ্ট হয় না।

  18. Rafi khondokar Contributor says:

    game ta onek khuje paichi…

  19. Roney Islam Bijoy Contributor says:

    link ta kew dete parben please lagbe

  20. Inan Ahammad Contributor says:

    Ei ta kemon omanus er kotha vai e ra.Ami ei rokom pray 100+ post dekhlam but that’s not the point.Ekta comment common…VAI KEW LINK DITE PARBEN?……Ajebaje game er link chan kano bolen to????
    Nijer jibon nia khela kora ucit na vai.Cause ato jon mara gechen…Tara to ar sobai weak chilen na naki???Akhon apni jodi mone koren apni onek strong mentally tahole hoito bhul bhabchen….

    • Devian Sagor Author Post Creator says:

      Apni thik bolcen..Tarao amader moto koutuhol hoyei khlce

      Emni emni ekta game eto Atonko coraini.m so, ei game na khelatai better

  21. Jubayerislam Contributor says:

    আপনি যে এই পোস্টটি করলেন ভাল … কিন্তু অনেক এ আছে যে কৌতূহল বসত গামেস টি খেলবে । তাই আমার মতে পোস্টটি ডিলিট করাই উত্তম ।

  22. rana2hin Contributor says:

    লল!
    গলায় দড়ি দেওয়া কত নম্বর টাস্ক?

  23. Alif Hasan Contributor says:

    darun post…

  24. Imranpabna Contributor says:

     Blue whale
    ☆★☆★☆★

    Game jodi eto jonoprio hoy tahole youtube games er video nai keno eta sudhu gujob sorano hocche

  25. SagorSrkian Author says:

    বাংলাদেশে ব্লু হোয়াইল গুজব আসলো উর্ধে ১ সপ্তাহ ধরে। ওদিকে মেয়েটি মারা গেলো ১ সপ্তাহের ভিতরে। আপনি কি জানেন? 50 টা Task Complete করতে 50 দিন লাগে। অর্থাৎ প্রায় ১ মাস। আর মেয়েটি ৭ দিনে 50 দিনের কাজ করে ফেললো? দারুন তো। আজগুবি পোস্ট করার জায়গা ট্রিকবিডি না। আর এখানে ট্রিক শিখানো হয়। কোনো গুজব শোনানোর জায়গা এখানে না। ওসব গুজরামি পোস্ট নিজের ফেসবুকে দিবা। এখানে না।

  26. SK SHARIF Author says:

    Author হতে ৩ টা কপি মুক্ত পোস্ট করে
    আমার সাথে ফেবুতে যোগাযোগ করুন।
    FB/marz.shupto

  27. SK SHARIF Author says:

    যাক আজ ডার্ক ওয়েব এ যাব দেখি গেম টা পাই কিনা,,,,যদি পাই তাহলে ট্রিকবিডিতে পোস্ট করব

  28. Tanveer Ahmed Contributor says:

    steel stook bro, all i want gaan soho aro besh kisu music paichi, ran away music tar link kew din ?

  29. inadislam11 Author says:

    মেয়েটা ব্লু হোয়াল খেলে মরেনি সম্পুর্ণ ভুয়া কথা…আর দার্ক ওয়েব Dark Wave নয়….আমি যুক্তি ছাড়া কথা বলিনা

  30. Jahid Hasan Jony Author says:

    ভূয়া, সব ভূয়া…!!

Leave a Reply

Switch To Desktop Version