আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন।
আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি।
তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস।
আর কথা বাড়াবো নাকাজের কথায় আসি।

ইরেজি নাকি বাংলার চেয়ে সহজ,
তবে যারা পারে তাদের জন্য,

বর্তমানে ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা,
এ জন্য প্রত্যেকের ইংরেজি জানা ধরকার।
অনেকেই দেখে দেখে বাংলার মতো রিডিং পড়তে পারবেন।
কিন্তু কিছু সুত্র না জানার কারনে অনেক সময় ভূল হয়ে যাই।
তাই আজ আমার জানা কতগুলো সুত্র শেয়ার করলাম।

উচ্চারন সমাধান-

★শব্দের মধ্য Tথাকলে “T”এর পর U
হলে
“T” এর উচ্চারন “চ”
হবে…
যেমন :— Future
(ফিউচার) Century (সেনচুরী)
.
★শব্দের মধ্য “D”এর
পর G হলে “D”এর
উচ্চারন হয় না..
যেমন:—- knowledge
(নলেজ) judge(জজ)
.
★ K এর পর n হলে K এর
উচ্চারন হয় না..
যেমন
:— know(নো) knee(নী)
knife (নাইফ)
.
★ C এর পর A,L,O,R,U
থাকলে Cএর উচ্চারন
“ক” হয়….
যেমন :— cat (কেট) come (কাম)
curd (কার্ড)
.
★ G এর পর A,O,Uথাকলে
G এর উচ্চারন “গ” হয়
যেমন:– Garden
(গার্ডেন) Good (গোড)
Guide (গাইড)
.
★ S এর পর H হলে Sএর
সর্বদা “শ” হয়..
যেমন:– Bangladesh
(বাংলাদেশ)
.
★ W এর পর h/r হলে W
এর উচ্চারন হয় না
যেমন:– write (রাইট) wrong (রং) who

(হু)
.
★ T এর পর io হলে “T”
এর উচ্চারন “শ” হয় ..
যেমন National (ন্যাশনাল)
.
★ i/u এর পর gh হলে gh
এর উচ্চারন হয় না,
যদি হয় “ফ” এর মত
হবে।
যেমন :– Eight (এইট)
Right (রাইট) High(হাই)….
যদি হয়.. Enough (এনাফ)
cough (কফ)
.
ng একত্রে হলে “ং”
এর উচ্চারন হয়।
যেমন (বাংলাদেশ)
.
★শব্দের শেষে e থাকলে “e” এর
উচ্চারন হয় না। যেমন: name (নেইম)
come(কাম) take (টেক)
.
★শব্দের প্রথমে vowel
হলে এগুলো বর্ণের
উচ্চারন হয়। শব্দের
ভেতরে vowel হলে এগুলো কারের
উচ্চারন হয়.। দুটি vowel
একত্রে হলে প্রথমটি কারের উচ্চারন
হয়,
দ্বিতীয়টি বর্ণের উচ্চারন হয়।
যেমন :—
Egg (এগ) one (ওয়ান) in
(ইন), up (আপ)
guide (গাইড) mauth
( মাউথ) again (এগ্যাইন)
———————
ছন্দে ছন্দে Preposition শিখুনঃ
———————
নগর, শহর, দেশ, এদের আগে in
বসিয়ে
করবে বেশ।

সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ,
শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ
অব্দি।

প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের
আগে
at বসিয়ে করবে বাজিমাত।

সময়ের আগে at বসে, দিনের আগে
on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।

Festival-এ at, নম্বরেও at, with হয়
বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ
আর
ফুর্তিতে।

Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।

ছোট হলে at, বড় হলে in, কখন হয়?
এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out
of,
Preposition না বুঝলে মুড থাকবে off।

লেগে (স্পর্শ করে) থাকলে on হয়,
নইলে
হয় above, Since, for বুঝ না, কেন নাও
ভাব?

শুরু থেকে বুঝাতে since হয়, নইলে
হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়
under, Preposition আসলেই খুব মজার।

মাত্রা (স্তর) বুঝাতে হয় below,
Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।

এ পাশ থেকে ওপাশে যেতে হয়
across,
(বাধা না থাকলে)।

Preposition শিখলে নেই কোনো
Loss। এর
বুঝাতে of হয় Boss.

এরকম শিক্ষানী পোস্ট পেতে, সময় পেলে এখান দেখে ঘুরে আসবেন

25 thoughts on "আসুন খুব সহজেই ইংরেজি শিখি [যারা ইংরেজিতে দূর্বল তারা অবশ্যই দেখুন]"

    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      ধন্যবাদ 🙂
  1. Hridoy khan Contributor says:
    দারুণ!
    ??
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      thank you bro
  2. badsha khan Contributor says:
    টিচার্স এর কাছে প্রাইভেট পড়তে হবে না,,trickbd তে পরতে হবে,,,,
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      hmm,trickbd ke jodi teacher vaben, tahole asha kori onek kichui jante paren 🙂
  3. badsha khan Contributor says:
    Humm…teachers er too ovab nai bro….trickbd ta onek teachers
  4. Biplop Contributor says:
    সুন্দর
  5. Ridoy7206 Contributor says:
    tnx ajke akta id pailam
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      thank you so much
  6. fazleelahi Contributor says:
    good post bro
  7. Aminur Islam Author says:
    সুন্দর পোস্ট✌
  8. Manikislam Contributor says:
    ধন্যবাদ ভাই আপনাকে, আমাদেরকে শেখানোর জন্য । আশা করি এ রকম আরো কিছু শিখাবেন।
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      খুবই খুশি হলাম,আপনার এই অসাধারন কমেন্ট দেখে, ধন্যবাদ 🙂
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      thanks brother
  9. ShakibulAlamRisvy Contributor says:
    Nice Post Carry on

Leave a Reply