• Coinbase হচ্ছে সবধরনের Crypto Currrency (Bitcoin, Litecoin, Dogecoin) জমা রাখা ও লেন-দেন করার একটি সাইট। এইখানে একাউন্ট খুলা ও Bitcoin/Wallet এড্রেস পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে :

১) প্রথমে ব্রাউজার থেকে এই লিংকে ঢুকুন।

২) তারপর আপনার First Name, Last Name, Email Address এবং Password দিয়ে ক্যাপচা পুরন করে Sign Up বাটনে ক্লিক করুন।

৩) আপনার Email Address এ একটা Confirmation মেইল যাবে।

৪) Confirmation মেইলটি ওপেন করুন।

৪) এবার Verify Email Address এ ক্লিক করুন।

৫) আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে 🙂

এবার Bitcoin/ওয়ালেট এড্রেস পেতে হলে আপনাকে যা করতে হবে :

১) প্রথমে Menu তে ক্লিক করে Tools এ যান।

২) তারপর Create New Address এ ক্লিক করুন।

৩) এরপর নিচে যে কয়েকটি সংখ্যা দেখবেন এইটিই হচ্ছে আপনার Bitcoin Wallet Address ।

বি:দ্র: আপনি যত খুশি বিটকয়েন/ওয়ালেট এড্রেস বানাতে পারবেন এতে করে আপনার আগের এড্রেস গুলা ডিলিট হবে নাহ তাই আপনি চাইলে আপনার আগের তৈরী করা এড্রেস গুলো থেকেও বিটকয়েন লেন-দেন করতে পারবেন। তবে একাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রতি লেন-দেন এর সময় নতুন করে এড্রেস তৈরী করে ব্যবহার করাই উত্তম।

4 thoughts on "Coinbase এ একাউন্ট খোলা এবং Bitcoin/Wallet এড্রেস তৈরী করার পদ্ধতি"

  1. eng.depok Contributor says:
    coinbase a ami vpn sara dhukte partasina.kno amn hosse bolben plz…
    1. Raju Das Rudro Author Post Creator says:
      Bangladesh a kalke theke ektu problem kortase. Nischoi thik hoye jabe. So wait korun.
  2. Akash kumar Contributor says:
    vai kon Browser diya account khulba
  3. Rasel Tips Contributor says:
    জাভা মোবাইল দিয়ে কী হবে

Leave a Reply