Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » [Android + Java] এখন মজায় মজায় লিখুন বাংলা খুব সহজে, কনো কীবোর্ডের সাহায্য ছাড়াই!

[Android + Java] এখন মজায় মজায় লিখুন বাংলা খুব সহজে, কনো কীবোর্ডের সাহায্য ছাড়াই!

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে বাংলা লিখবেন কনো প্রকার কীবোর্ড এর সাহায্য ছাড়াই!

প্রথমেই বলে রাখি- এই কাজটি করতে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অনেক জাভা মোবাইল ইউজার আছেন, যাদের ফোনে বাংলা লিখা যায়না তাদের জন্য এই ট্রিকটা অনেক উপকারে আসবে আশা করি।
তাছাড়া এন্ড্রোয়েড ইউজাররা এই সিস্টেমে বাংলা লিখে মজা করতে পারবেন!

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি…

প্রথমে নিচের লিংকে ক্লিক করুন।

CLICK HERE

এবার আপনি নিচের চিত্রের মতো একটি ফাঁকা বক্স এবং সকল বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো দেখতে পাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন দেখুন কিভাবে বাংলা লিখবেনঃ

এখানে বাংলা লিখা একদম সজা!
শুধু আপনি যে বর্ণটি লিখতে চাইছেন, সেটা নিচ থেকে খুঁজে বের করে শুধুমাত্র ক্লিক করলেই সেই বর্ণটি আপনি উপরের ফাঁকা বক্সে দেখতে পাবেন।

আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছিঃ
ধরুন আপনি আপনার নিজের নাম লিখতে চান।
যেমন আমি আমার নাম (রিপন) লিখে দেখাবো।
তো রিপন বানানটি লিখতে হলে প্রথমে আমাকে “র” লিখতে হবে।
তাই আমি একটু নিচে গেলাম এবং “র” বর্ণটি খুঁজে পেলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবারে আমি “র” তে ক্লিক করলাম।
আর সাথে সাথেই উপরের বক্সে আউটপুট হিসেবে “র” বর্ণটি চলে এসেছে!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

“র” তো লিখে ফেললাম।
এবার “র” এর উপরে তো “ই” কার দিতে হবে।
তাই আমি নিচ থেকে “ই” কার খুঁজে বের করলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আমি “ই” কার এ ক্লিক করলাম এবং উপরের বক্সে আউটপুট হিসেবে পেলাম “রি”
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

“রি” এর পরে আমাকে এখন লিখতে হবে “প”
তাই আমি নিচ থেকে “প” বর্ণটি খুঁজে বের করলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আমি “প” তে ক্লিক করলাম এবং ফাঁকা বক্সেও “প” পেয়ে গেলাম!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

“রিপন” লিখার জন্য “রিপ” পর্যন্ত আমার লিখা হয়ে গেল।
এখন বাকি থাকলো “ন”
তাই আমি নিচ থেকে “ন” খুঁজে বের করলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আমি “ন” তে ক্লিক করলাম এবং আউটপুট হিসেবে উপরের বক্সে “ন” পেয়ে গেলাম!
আর সেই সাথে আমার “রিপন” নামের পুরো প্যাটার্ন টি মিলে গেল!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখানে আপনি লিখার জন্য ০ থেকে ৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোও পাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

তাহলে এখন থেকে এভাবেই আপনি মজায় মজায় বাংলা লিখতে থাকুন আর মজা নিন!

Wapka ইউজারদের জন্য একটা কথাঃ

আপনারা যদি নিজের সাইটে এরকম বাংলা লিখার সিস্টেম চালু করতে চান, তাহলে কমেন্টে জানান।
আমি কোড সহ এরকম সিস্টেম চালু করার পুরো টিউটোরিয়াল পোষ্ট করবো ইনশাল্লাহ।

ধন্যবাদ সবাইকে।
.
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ

6 years ago (Dec 04, 2017)

About Author (61)

Mehedi Islam Ripon
author

Trickbd Official Telegram

35 responses to “[Android + Java] এখন মজায় মজায় লিখুন বাংলা খুব সহজে, কনো কীবোর্ডের সাহায্য ছাড়াই!”

  1. Mosiurr Contributor says:

    share korte paren

    • Mehedi Islam Ripon Author Post Creator says:

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
      ইনশাল্লাহ ২-১ দিনের মধ্যেই পোষ্ট করবো।

  2. Sumon Contributor says:

    tnx for sharing

  3. Jisan Contributor says:

    ব্র, ফেসবুক আমি এখানে লেখাটার বর্ডার করছেন যে এটার কোডটা দিন প্লিজ?

  4. Google Boy Contributor says:

    দূর বেটা

  5. Google Boy Contributor says:

    এখন এসের চাহিদা নেই টোটালি

  6. rakiborrahman Contributor says:

    ai system ar wapka code den

    • Mehedi Islam Ripon Author Post Creator says:

      ২-১ দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবো ভাই।
      আপাতত এখন একটা নোটিশবোর্ড কোড শেয়ার করছি সেটা ভালো লাগলে নিতে পারেন।
      ধন্যবাদ

  7. shuvo Contributor says:

    এন্ড্রয়েড ইউজার রা কোন দুঃখে এইটা ইউজ করবে???

  8. Mi Monir Contributor says:

    khawa daya kaj nei ekhane gia time loss korbe?

  9. Mishu24 Subscriber says:

    plz vii code ta lakvo plz….link ta then

  10. Akash PK Author says:

    Valo but,
    ei rokom kore likhte gele onk time lagbe .

    • Mehedi Islam Ripon Author Post Creator says:

      হুম ঠিকি বলেছেন।
      এন্ড্রোয়েড ইউজাররা শুধু এখান থেকে মজা নিতে পারবে, কিন্তু জাভা ইউজাররা এটা থেকে উপকৃত হবে।

  11. Mishu24 Subscriber says:

    Nokia mobile theya ko try korchan….

Leave a Reply

Switch To Desktop Version