আজ আমি কিভাবে
ভিজিটর বাড়াবেন তা নিয়ে পুস্ট
করছি। অনেকই মনে করেন টাকা দিয়ে
সাইট বানাব আর হাজার হাজার
টাকা ইকাম! আরে ভাই আপনি ১০০% ভুল
পথে যাচ্ছেন। সাইট বানালেই কপি
পুস্ট করে সাইট থেকে ইকামের কথা
আর আকাশের চাদ আনা একই কথা। এর
জন্য চাই ভিজিটর। ভিজিটর হচ্ছে যে
কোন ব্লগের প্রান। ভিজিটর নাই, তো
প্রান নাই। সুতরাং, আপনি যদি আসলেই
ব্লগিং করতে চান, তাহলে আপনাকে
অবশ্যই ভিজিটর বাড়ানোর দিকে
মনোযোগ দিতে হবে। ভাবছে
বেশিকরে স্পাম করব আর হুট করেই
সাইটে ভিজিটর বেড়ে যাবে। হুট
করে ভিজিটর মানে এখন আছে কাল
নেই স্পাম করলেই এমনই। তাই এখনই ভাবুন
কিভাবে স্থায়ীভাবে ভিজিটর
বাড়াবেন। কিন্তু কিভাবে? নিচের
গাইডলাইন্স অনুসরন করুন, বুঝতে পারবেন
কিভাবে আপনি আপনার ব্লগের
ট্রাফিক বাড়াতে পারবেন।
১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:
আপনাকে অবশ্যই নিয়মিতভাবে
আপনার ব্লগে লিখতে হবে, তা
প্রতিদিন ১ বার হোক, অথবা সপ্তাহে।
কিন্তু এমন যেন না হয়, একদিন ৪-৫ টা
লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে
থাকলেন। (কপি করে ১০টা করা আর
নিজে ১টা পুস্ট করার সমান কথা তাই
কপির দান্ধা বাদ দিন। কপি করা
একধরনের অপরাধ সুতরাং এটা করবেন
না। কপিরাইট বংগ করার জন্য
বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি
আছে। )

২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:
আপনাকে অবশ্যই কোয়ালিটি
কন্টেন্টের উপর জোর দিতে হবে তা
সপ্তাহে এক্টাই হোক না কেন। আপনি
প্রতিদিন লিখলেন কিন্তু একটা ও
কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ
নাই।
৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে
সাবমিট করুন: আপনাকে প্রতিটি ব্লগ
অবশ্যই সার্চ ইঞ্জিনে সাবমিট করতে
হবে, অন্যথায় কোন লাভ নাই। আপনার
কন্টেন্ট সার্চ করে পেতে হলে অবশ্যই
সেগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট
করতে হবে।
৪) আপনার ব্লগকে সোশ্যাল
মিডিয়াতে প্রমোট করুন: আপনি যখনি
কোন ব্লগ লিখবেন অবশ্যই তা আপনার
সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার
ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার
ব্লগের ভিজিটর কে সাংঘাতিক
ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর,
সার্চ ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয়
এটাকে।
৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি
করুন: আপনাকে অবশ্যই কোয়ালিটি
ব্যাক-লিঙ্ক তৈরি করতে হবে। ফালতু
ব্যাক্-লিঙ্ক তৈরি করে কোন লাভ
নাই। আপনাকে অবশ্যই ভাল পেজ
র্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের লিঙ্ক
তৈরি করতে হবে। ভাল ব্লগে একটা
ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০ টা
ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল।
৬) ভিডিও মার্কেটিং: ভিডিও
মার্কেটিং আপনাকে বেশ হেল্প
করবে আপনার সাইটের ভিজিটর
বাড়াতে। এ ক্ষেত্রে আপনি
ইউটিউবের সাহায্য নিতে পারেন।
ইউটিউবে আপনার কোন ভিডিও প্রকাশ
করে সেখানে আপনার ব্লগের লিঙ্ক
দিয়ে দিতে পারেন। ৭) ইয়াহু Answer এ
সক্রিয় থাকুন : ইয়াহু Answer খুবই উপকারি
আপনার সাইটের ভিজিটর বাড়ানোর
ক্ষেত্রে। এখানে আপনি আপনার
সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-
লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু
আপনি ভিজিটর ভাল পাবেন। তবে,
আপনাকে ইংলিশ জানতে হবে।
৮) ফোরামে সক্রিয় থাকুন: সর্বদা
বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন, এটা
আপনার সাইটের ভিজিটর বাড়াতে
খুবই হেল্প করবে। কিন্তু স্প্যামিং
করবেন না, অর্থাৎ প্রথম দিন থেকেই
ফোরামে আপনার সাইটের লিঙ্ক
দিবেন না।
৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন: অবশ্যই
আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার
করতে হবে। সঠিক কি- ওয়ার্ড নির্বাচন
খুবই গুরত্ত পূর্ণ ব্যাপার। এটা আপনার
সাইটের অরাগানিক ভিজিটর
বাড়াতে হেল্প করবে।
১০) ডিরেক্টরি সাবমিশন: আপনার
সাইটকে অবশ্যই বিভিন্ন
ডিরেক্টরিতে সাবমিট করতে হবে।
এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য
উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো
ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি
সাবমিশনের জন্য।
আশা করি, উপরুক্ত গাইডলাইন্স
আপনাকে সাহায্য করবে আপনার
সাইটের ভিজিটর বাড়াতে।

6 thoughts on "আজ আমি কিভাবে ভিজিটর বাড়াবেন তা নিয়ে"

  1. alone nur Contributor says:
    ঠিক বলছো ভাই .. @marzan

    ___________

    একটু থামুন!!!
    আপনি কি জানেন বাংলাদেশে এই প্রথম বেড় হলো মন মাতানো সব ভালোবাসার অনুভুতি নিয়ে অডিও ডায়ালগের Mp3 .. (যেটা অন্য কোথাও পাবেন না)
    কথা দিলাম আপনার হৃদয়কে একটু হলেও ছুয়ে যাবে… (বেশি ইমোশনাল টাইপের হলে কান্নাও করে দিতে পারেন 😀 ) Trust Me!

    এখানে পাবেন– LoveTune.CF

  2. M.parvez Contributor says:
    Thanks for advice on seo. I like your post.
  3. marzan Contributor Post Creator says:
    tnx bro
  4. Tanvir77 Contributor says:
    vai visitor barle kivabe আয় হয়?

Leave a Reply