আজ আপনাদের জন্য নিঃসন্দেহে ভালো কিছু নিয়ে হাজির হয়েছি।

অ্যাভাস্ট অ্যাণ্টিভাইরাস কোম্পানি এক বছরের জন্য বিনামুল্যে তাদের লাইসেন্স দিয়ে দিচ্ছে।

না নিলে আপনার লস।

Avast Antivirus For 1 Year

অ্যান্টিভাইরাস কি কারনে ব্যাবহার করতে হয় তা আর বললাম না।

তবে যাদের কেনা অ্যান্টিভাইরাস নেই তাদেরকে বলছি, আপনি এই সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু।

অ্যাভাস্ট সাধারণত ৩০ দিনের ট্রায়াল সার্ভিস ফ্রিতে দেয় কিন্তু রেজিস্টার করলে আপনি আরও এক বছরের জন্য ফ্রিতে এর সুবিধা উপভোগ করতে পারবেন।

কিভাবে নেবেন?

প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ- অ্যাভাস্ট অফিশিয়াল সাইট

আমি একদম ডাইরেক্ট রেজিস্ট্রেশান পেজের লিংক দিয়েছি, আপনি নিচের ছবির মত রেজিস্ট্রেশান ফর্ম দেখতে পাবেন।


উপরের সবগুলো লিখে পুরন করুন, বয়স টা ১৮ থেকে ২৪ দেবেন।

Did you already have antivirus on this PC? ওখানে আপনি যে অ্যান্টিভাইরাস ব্যাবহার করেছেন সেটা সিলেক্ট করে দেন অথবা no, avast is my first one সিলেক্ট করে দেন।

রেজিস্টার ফর ফ্রি লাইসেন্স কি ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন।

আপনার দেওয়া ইমেইলে লাইসেন্স কি পেয়ে যাবেন।

এবার আপনার কম্পিউটারের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটি ওপেন করুন, যদি না থাকে তাহলে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

সেটিং-এ যান ওখানে রেজিস্ট্রেশান অপসান আছে, ওখানে লাইসেন্স কি দিয়ে দিলেই ১ বছর মেয়াদ বেড়ে যাবে।

3 thoughts on "Avast Antivirus এক বছরের লাইসেন্স ফ্রি দিচ্ছে"

  1. SR.Tuhin Contributor says:
    2i link e ak….avast download er…registration korar link koi???
  2. trick2772 Contributor says:
    ভাল ভাবে দেখে টিউন লিখেন ভাই।।।।
    1. Sheikh Rasel Author Post Creator says:
      ঠিক করে দিছি দেখেন

Leave a Reply