বিসমিল্লাহীর রহমানীর রাহীম।

আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি তাদের অধিকাংশ সময়ই থাকতে হয় চ্যালেঞ্জ এর উপর। সবচেয়ে বেশী দেখা যায় যারা ফটো নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে। এটা সত্যি কথা ফটোশপে এমন অনেক কাজই করা যায় যা অন্য সফটওয়্যার দিয়ে করা খুবই কষ্ট কর।

কিন্তু এমনও তো হতে পারে যে এমন কিছু কাজ থাকতে পারে যা নতুন ফটোশপ ব্যবহারকারীরা প্রোফেশনালদের মতো নিজেদের কাজটি সেরে ফেলতে পারেন? উদাহারণ স্বরূপ ধরুন আপনার একটা ছবি আছে। আপনার মুখে অনেক দাগ। এখন? ফটোশপ হলে হয়ত কোন প্লাগইন ব্যবহার করবেন! নয়তো Brash, Stamp অথবা Healing Brash দিয়েই ঘষা-মাজা করবেন সেই দাগ গুলো দূর করার জন্য। কিন্তু কথা হলো যারা নতুন তারা তো এত কাজ করতে পারেন না। তাহলে? এক্ষেত্রে খুব সহজ সমাধান হলো Photo Instrument । হ্যা এই সফটওয়্যারটি দিয়ে এমন অনেক রকম কাজ আপনি মাত্র কয়েকটি ক্লীকেই করতে পারবেন একেবারে প্রোফেশনালদের মতন করে। আসুন এবার জেনে নেওয়া যাক সফটওয়্যারটির বেশ কিছু বৈশিষ্ট্য :

  • নিমিষেই মুখের দাগ দূর করতে পারবেন।
  • মেকআপ করতে পারবেন।
  • কালারের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারবেন।
  • মুখ বা ঠোঁট আঁকা-বাঁকা থেকে সোজা করতে পারবেন।
  • ছবি থেকে অপ্রয়োজনীয় যে কোন কিছু মুছে ফেলতে পারবেন।

এবার আসুন ফ্রীতে লুফে নেওয়া যাকঃ  এইখানে

আশা করি আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে অনেক মজা পাবেন।

 

3 thoughts on "নষ্ট ছবিকে ঠিক করুন খুব সহজেই ! [Updated]"

Leave a Reply