কেমন আছেন সবাই?
আজকের টপিকটা একটু অন্যরকম,
আমাদের মাঝে অনেকেই আছেন
যারা গুগল ক্রোমের
পাগলা ভক্ত। আমি নিজেও ক্রোম
ব্যাবহার করি। অনেক
ভালো লাগছে ব্যাবহার করে।
আগে জ্বলন্ত-শেয়াল (Firefox 😀 )
ব্যাবহার করতাম কিন্তু কিছু
সমস্যার কারনে ছেড়ে দিলাম।
পরে ক্রোমের
প্রেমে পরে গেলাম কিন্তু
এখানেও দেখি সমস্যা :
( তবে সমস্যাটা জটিল তাই
সমাধানও পেয়ে গেলাম। চলুন
দেখে সেই সেটা আপনার জন্য
আসলেই সমস্যা কিনা!!
একটা জিনিষ হয়তো অনেক
ক্রোম ব্যাবহারকারি লক্ষ
করেননি যে গুগল ক্রোম অন্যান্য
ব্রাউজারের তুলনায় বেশি র্যাম
খরচ করে। বিশ্বাস
না হলে ক্রোম অন
করে কয়েকটা ট্যাব ওপেন করেন
এবার Task Manager ওপেন
করে Processes এ ক্লিক করে দেখুন
কয়টা ক্রোমের প্রসেস আছে।
একাধিক প্রসেসের কারন
এবং সুবিধা, অসুবিধাঃ
আমরা যখন ইন্টারনেট ব্রাউস
করি তখন গুগল ক্রোম
প্রত্যেকটা ট্যাব, ওয়েব প্লাগিন
এবং Extension এর জন্য
আলাদা প্রসেস ব্যাবহার করে।
এই প্রসেস
গুলো আলাদা ভাবে একটু
বেশি র্যাম খরচ করে। তবে এই
বেশি র্যাম খরচ করার উপকার

আছে অনেক। ধরুন আপনি ২ টা ট্যাব
ওপেন করেছেন একটায় ফেসবুক
এবং আরেকটায় ইউটিউব, এখন কোন
কারনে যদি ইউটিউবের
পেজটা ক্র্যাশ
করে তাহলে আপনার ফেসবুকের
ট্যাবের কোন সমস্যা হবে না
যে প্লাগইন এবং ট্যাব
গুলো অ্যাক্টিভ থাকবে সেগুলর
জন্য গুগল ক্রোম
আলাদা আলাদা প্রসেস
বানাবে।
বিষয়টা অনেকটা এরকম যে,
একটা সফটওয়্যারের ভেতর
অনেকগুলো প্রসেস
যারা গুরুত্বপূর্ণ কাজ করেন
তাদের জন্য এই জিনিশটা অনেক
উপকারি। গুরুত্বপূর্ণ কোন কাজ আর
অন্যান্য অনেক গুলো ট্যাব
যদি একসাথে ওপেন
করা থাকে তাহলে একটা ক্র্যাশ
করলেও অন্য গুলোর কোন
ক্ষতি হবে না। গুগল ক্রোমের
মাথায় এই বুদ্ধি এসেছে শুরু
থেকেই আমরা হয়তো লক্ষ
করেছি অনেক পরে। ক্রোমের
দেখাদেখি এখন নাকি অন্য
ব্রাউসারও একই ব্যাবস্থা করছে।
এটা বেবহারকারিদের
নিরাপত্তার
কথা চিন্তা করে করা হয়েছে
অসুবিধার কথা যদি বলতে হয়
তাহলে একটাই খুঁজে পাই
সেটা হল র্যাম একটু
বেশি ব্যাবহার করে। যাদের
কম্পিউটারের র্যাম কম তাদের
জন্য এই সমস্যাটা কঠিন অন্যদের
জন্য এটা অসাধারন সুবিধা।
সমস্যার সমাধানঃ
এই সুবিধাটা যাদের জন্য
অসুবিধা হয়ে দাঁড়িয়েছে তাদের
জন্য ক্রোম আরেকটা অতিরিক্ত
সুবিধা দিয়েছে যা অন্য
ব্রাউজারে নাই। সেই ইউনিক
সুবিধাটা হল ক্রোমের নিজস্ব
Task Manager যার
সাহায্যে অ্যাক্টিভ ট্যাব,
ওয়েব প্লাগিন এবং Extension
গুলো দেখতে পাবেন আর মন
চাইলে অফ করে দিতে পারবেন
গুগল ক্রোমের Task Manger ওপেন
করতে Shift Esc চাপুন
অথবা ক্রোমের মেনু থেকে Tools
> Task Manager. এবার উপরের ছবির
মত দেখাবে, এখান
থেকে যে প্রসেসটা কাজে লাগছে না বলে
মনে হয়
সেটা সিলেক্ট করে End Process এ
ক্লিক করবেন।
[বিঃ দ্রঃ এই কাজটা করবেন
যদি আপনার কম্পিউটার
স্লো হয়ে যায়
অথবা যদি মনে করেন
যে প্রসেসটা একেবারেই
অপ্রয়োজনিয়। অন্যথায় এই
কাজটা করবেন না যেন।]
যারা বুঝেন
নাই তাদেরকে তো বলেই দিলাম
গুগল ক্রোম
নিয়ে কারো যদি কোন
সমস্যা থাকে তাহলে জানাবেন,
যতটুকু পারি চেষ্টা করবো হেল্প
করার।

ভাই নিত্য নতুন টিপস এবং যেকোনো সাহায্যের জন্য TipsRain.Com এ আসবেন।

7 thoughts on "Google ক্রোম কেন এত প্রসেসারন করে,এত Ram খরচ হয় কেন?এর উপকারিতা জেনে নিন"

  1. Gazi Subscriber says:
    facebook কে Mutual friend কি ভাবে লুকিয়ে
    রাখব প্লিজ হেল্প কর
    1. AD ATIK Author says:
      Mutual Friend লুকিয়ে রাখার কোন উপায় নেই ভাইয়া
    2. Gazi Subscriber says:
      অনেকের লুকান দেখি তো
  2. Blogger Ahad Contributor says:
    Thanks For The Post!!
    1. Riyad Author Post Creator says:
      wlcm…
  3. EMON2 Contributor says:
    good post
  4. Jakir22a Contributor says:
    ল্যাপটপের চার্জ দ্রুত শেষ করে দেয় এটা সবচেয়ে বড় অসুবিধা।

Leave a Reply