কোন কম্পিউটার, প্রোগ্রাম, সফটওয়্যার, ড্রাইভ যে
কোন সময় কোন সমস্যার কারণে রেসপন্স করা বন্ধ করে
দিতে পারে। শুধু মাত্র আপনার কম্পিউটার এ
সফটওয়্যার, হার্ডওয়্যার, ড্রাইভ এবং কিছু সিস্টেম
রিসোর্স জনিত কারণে

সফটওয়্যার জনিত কারণ বলতে আমাদের কম্পিউটার
এ এমন কোন সফটওয়্যার আছে যেটা সঠিকভাবে
ইন্সটল হয় নাই, অথবা সফটওয়্যার এ সমস্যা অথবা
সফটওয়্যারটি এই ধরণের সমস্যা সৃষ্টি করতে
সাহায্য করে।

প্রোগ্রাম জনিত কারণ বলতে আমাদের কম্পিউটার
এ এমন প্রোগ্রাম চলছে যেটি সঠিকভাবে কাজে
লাগছে না।

ড্রাইভ জনিত কারণ বলতে এমন কোন ড্রাইভ আছে

যেটি সঠিকভাবে কাজ করে না ড্রাইভ এর স্পীড
কম, ব্যাড ফরম্যাট, ব্যাড ফাইল এসকল সমস্যা হতে
পারে।

আবার সিস্টেম রিসোর্স সমস্যা বলতে সঠিক
সিস্টেম এ না চলা ধরেন আপনার কম্পিউটার এর
র্যাম কম অথবা র্যাম কাজ করছে না। এক সাথে
অধিক প্রোগ্রাম রান করলে র্যাম এর উপর চাপ পরে
যার কারণে কম্পিউটার কিছুক্ষণ অতিরিক্ত সময়
নেই যাতে এই সমস্যা সমাধান হয়।

তাহলে চলুনে জেনে নেই আপনার কম্পিউটার এ এরকম
সমস্যা দেখা দিলে কিভাবে সমাধান করবেনঃ
আপনার কম্পিউটার এ যখন এই সমস্যা দেখা দেয় তখন
আপনার প্রথমেই উচিত কিছুক্ষণ অপেক্ষা করা কারণ
কম্পিউটার কিছুক্ষণ সময় নিয়ে সমাধান করার চেষ্টা
করবে। যদি না হয় তাহলে সফটওয়্যারটি ক্লোজ করার
চেষ্টা করুন সাধারণভাবে ক্লোজ না হলে প্রথমে
আপনি আপনার কিবোর্ড
এর Ctrl+Alt+Del বাটন এক সাথে চাপুন দেখবেন টাস্ক
ম্যানেজার চালু হয়েছে এখন এখান থেকে যেই

প্রোগ্রাম রেসপন্স করছে না দয়া করে ক্লোজ করে
দিন। ব্যাস কাজ শেষ দেখবেন সব ঠিক ঠাক কাজ করছে

🙂
যে কোন ধরণের সমস্যা ও আপনার মূল্যবান মন্তব্য
কমেন্ট এ দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।

জিপি ফ্রি নেট
click here/ এখানে ক্লিক করুন

2 thoughts on "উইন্ডোজ প্রোগ্রামস স্টপ রেসন্ডিং!! কেন হয় এই সমস্যা কি এর সমাধান?"

  1. yasir210 Contributor says:
    Sonar deoa free net link a doke name Google help a Chile jai
  2. Mohammmad Ali Contributor says:
    amar computer a modem dhukale onek khon por respons korse r speedo onek kome gese….pleaese helpe me????

Leave a Reply