আস্সালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আমি ভালো আছি।



আগামি ২০ তারিখ ঢাকা ভার্সিটিতে আমার Admission Test আছে।
সো, একটু টেনশনেও আছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।


কাজের কথায় চলে আসি।

আজ আমি দেখাবো Windows এ কিভাবে কোন থার্ড পার্টি
Software ছাড়া Drive lock করবেন।
লক সম্পর্কে বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাইনা।
এই লকটি মূলত Windows এর বিল্টইন ফিয়েচার।

তো চলুন শুরু করছি।

  1. প্রথমে যে ড্রাইভ লক করতে চান সে ড্রাইভের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করুন।
    এবং turn on bitlocker এ ক্লিক করুন।
  2. তারপর প্রথম ও দ্বিতীয় ঘরে একই পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
  3. তারপর এখানে ৩টা অপশন দেখাবে। Save the recovery key to a file এ ক্লিক করুন।
  4. একটা নাম দিয়ে ফাইলটা সেভ করে রাখুন। পরবর্তিতে কখনো পাসওয়ার্ড ভুলে গেলে এই ফাইলটা দিয়ে লক রিসেট দেয়া যাবে।
  5. তারপর একটা ডায়ালগবক্স আসবে। তাতে Yes চেপে দিন।
  6. এখন আসছে মুল কাজ। এখানে Start encrypting এ ক্লিক করুন।
  7. এনক্রিপ্ট করতে একটু সময় নিবে। অপেক্ষা করুন।
  8. এনক্রিপ্ট কম্প্লিট হলে Close চেপে দিন। আপনার কাজ শেষ।
  9. এবার মাই কম্পিউটার ওপেন করে দেখুন যে ড্রাইভটি এনক্রিপ্ট করেছেন তার উপর একটা চাবির মত আইকন দেখাবে।


    তবে এখনই ড্রাইভ লক হয়নি। কম্পিউটার Restart দিলে এবং ঐ ড্রাইভে এক্সেস করতে চাইলেই পাসওয়ার্ড লাগবে।’

কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

অথবা ফেসবুকে কানেক্ট হতে পারেন।

আর আমার এই পোস্ট আগে কেউ করে থাকলে লিন্ক দিয়ে প্রোভ করবেন।
পোস্ট ডিলিট করে দেব। কারন আমি পোস্ট করার আগে SK SHARIF ভাই সহ কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে, কেউ করেছে কিনা।

উনারা আমাকে না করায় পোস্ট করেছি।

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ-হাফেজ।


9 thoughts on "কম্পিউটারের ফাইল/ড্রাইভ লক করুন কোন থার্ড-পার্টি সফ্টওয়ার ছাড়াই।"

  1. ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    সুন্দর পোস্ট
    1. Dark Author Post Creator says:
      thx for com..
  2. Mehedi Islam Ripon Author says:
    দারুন…..?????
    1. Dark Author Post Creator says:
      thx
  3. Abir_Sarker Contributor says:
    দারুন।
    1. Dark Author Post Creator says:
      thx
  4. rockychy Contributor says:
    ভাই আমি শুধু folder lock করতে চাই,drive না। folder lock এরটা বললে ভালো হত।
    1. Dark Author Post Creator says:
      wait, 1ta app diye kora jabe. bolbo?

Leave a Reply