কেমন আছেন সবায়। আশা করছি ভাল। আমি ভাল আছি আলহামদুল্লিাহ।আজ আবার উপস্থিত হলাম আরেকটি টিউন নিয়ে।এটা আমার ২য় টিউন।আমার প্রথম টিউনটি ছিল pc এবং android কে voice amplifier বানানোর। টিউনটিএখানথেকে দেখে নিতে পারেন।আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার pc তে windows xp,vista,7,8 এর পাসওার্ড খুলবেন না জেনেই।এডমিন হোক বা উজার।অনেক সময় আমরা আমাদের পাসওার্ড হারিয়ে ফেলি। এটা বেশীরভাগ অতি নিরাপত্তার জন্য হয়ে থাকে। administrator দিয়ে শক্ত পাসওার্ড দেই পরে দেখি নিজেই পাসওার্ড ভুলে গেছি। (আমার কখোনো এরকম হয়নি) তারপর কি করবেন ফরমেট করবেন না windows লাগাবেন না youtube দেখবেন ? youtube এ বেশীর ভাগেই সবায় safe mode দিয়ে administrator এ ঢুকে আপনি কি করবেন ? আপনি তো administrator উস করছেন।এই খেত্রে আপনার কি করা উচিত দেখে নিন।আপনার পাসওার্ড এর জায়গাটা খালি করে দিন pc login now 2.0 সফ্টয়্যারটি দিয়ে।আগে এখান থেকে iso ফাইলটিDownloadকরে নিন।তারপর একটি ব্লাংক ডিস্কে বার্ন করুন। ইউএসবি দিয়ে বুট নাও হতে পারে জানিনা।আপনার কাছে power iso না থাকলে এখান থেকেdownloadকরে নিন।এবার আপনার কম্পিউটারটি স্টার্ট করে boot menu তে প্রবেশ করুন।first boot device cd/dvd রুম select করুন।রিস্টার্ট করে boot শুরু করুন।কিছু সময় loading হবে তারপর এই screen টি আসবে।

4 thoughts on "Pc বা laptop এর পাসওার্ড খুলে নিন না জেনেই (windows xp,vista,7,8)"

  1. doridro Author says:
    এখনো বিপদে পরি নাই। যদি বিপদে পরি try করবো।
  2. hmakash Author says:
    জনতাম।তবুও পোস্ট করার জন্য ধন্যবাদ।আর লিংক গুলা দিবেন।
  3. foyjulalishah Contributor says:
    Vai picture koi den link den

Leave a Reply