আজ শেয়ার করছি অধিকাংশ
জনের জানা একটি ছোট্ট ট্রিকস।
তবে কি আর করব সময়ের অভাবে
পুরান জিনিসটাই খাওয়াইলাম
আপনাদের। আসলে আপনাদের জন্য
নয়, অনেকেই তো নতুন ভাইয়েরা
আছেন যারা শিখতে
ভালোবাসেন। তারা যদি অন্তত
২-১ জন ট্রিকস টা জানে ক্ষতি
কোথায়? সোজা সুজি আসল কথায়
চলে যাই।
ছোট একটি নোটপ্যাড ট্রিকস

ব্যবহার করে আপনি কম্পিউটারকে
আপনার লেখা উচ্চারন করাতে
পারবেন। এতে দরকার নেই কোন
সফটওয়্যারের। শুধু প্রয়োজন মাত্র
২-৪ সেকেন্ড! নিচের কোডটুকু
কম্পিউটারের নোটপ্যাড খুলে
পেস্ট করুন আর তা সেভ করুন যেকোন
নামে তবে মনে রাখবেন নামের
শেষে.txt কেটে .vbs লিখে
দিবেন। অর্থাৎ ধরুন নামটা হবে
speaker.vbs। নিচের New Text Document
কোডটি দেওয়া হল
New Text Document
এবার সেভ করা হলে সেই সেভ
করা জিনিসটি ওপেন করুন। একটি
বক্স আসবে আর সেখানে যা
ইংরেজীতে লিখবেন তাই
কম্পিউটার পড়ে শুনাবে। যা শুনতে
চান তা লিখে Ok চাপুন ব্যাস
এবার শুনুন আপনার কম্পিউটারের
কথা! দারুন তাই না!!!!
Taronnobd.com

Leave a Reply