Be a Trainer! Share your knowledge.
Home » Windows mobile » আপনার স্মার্টফোন যখন কম্পিউটার

আপনার স্মার্টফোন যখন কম্পিউটার

স্মার্টফোন নিয়ে বড় বড় গবেষণা প্রকল্পচালাচ্ছে বাঘা বাঘা সব প্রযুক্তি প্রতিষ্ঠান। সামনের দিনে স্মার্টফোনের ভবিষ্যৎ কী হচ্ছে তার একটি আভাস এবার নিয়ে এলো মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি লুমিয়া ৯৫০ এবং ৯৫০এক্সএল সেট হাতে থাকলে আপনাকে আর আলাদা করে ডেস্কটপ বা ল্যাপটপ কিনতে হবে না।কারণ ওই একটি ফোনকেই কম্পিউটার হিসেবেব্যবহার করা যাবে। শুধু কাজের সুবিধার্থে মনিটর, মাউস এবং কিবোর্ডটি আলাদা করে লাগিয়ে নিতে হবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার।উইন্ডোজ পণ্য নিয়ে আলোচনা এবং হ্যান্ডস অন রিভিউ দেওয়া ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রালের ইউটিউব চ্যানেলেলুমিয়া ৯৫০-এর একটি হ্যান্ডস অন ভিডিও ছাড়া হয়েছে। সেখানে দেখানো হয়েছে, একটিডক-এর সাহায্যে স্মার্টফোনটিকে কম্পিউটারে পরিণত করে ফেলা হচ্ছে।‘ডক’ হচ্ছে বিভিন্ন পোর্টসমৃদ্ধ একটি ডিভাইস। এর মাধ্যমে স্মার্টফোন, মনিটর,মাউস এবং কিবোর্ড কানেক্ট করা হবে। তবে ডেস্কটপ হিসেবে ব্যবহারের সময়ও আপনি হ্যান্ডসেটটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কল করা বা রিসিভ করা এবং ম্যাসেজ পাঠানো ও রিসিভ করার কাজে কোনো সমস্যা হবে না।মাইক্রোসফট লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০এক্সএল দুটি স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যাবে। লুমিয়া ৯৫০ এক্সএল স্মার্টফোনে রয়েছে ২৫৬০x১৪৪০ পিক্সেলের ৫.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। আর লুমিয়া ৯৫০ এর স্ক্রিন ৫.২ইঞ্চি।যুক্তরাষ্ট্রের বাজারে লুমিয়া ৯৫০-এর দাম ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার এবং লুমিয়া ৯৫০ এক্সএলের দাম ধরা হয়েছে ৬৪৯ ডলার। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট ডটকম।সেট দুটি চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে। লুমিয়া ৯৫০ হ্যান্ডসেটে রয়েছে হেক্সা কোর স্ন্যাপড্রাগন ৮০৮ চিপসেট এবং ৩ জিবি র্যাম। লুমিয়া ৯৫০ এক্সএল মডেলে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর।সেট দুটির রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি সি টাইপ চার্জার। দুটি সেটেরই ইন্টার্নাল স্টোরেজ ৩২ জিবি এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এটি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

8 years ago (Nov 30, 2015)

About Author (126)

Sheikh Rasel
author

Pc and android zone.

Trickbd Official Telegram

2 responses to “আপনার স্মার্টফোন যখন কম্পিউটার”

  1. pallab Contributor says:

    দাম কত?

Leave a Reply

Switch To Desktop Version