সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি।

লাইক দিন আমার facebook পেজে

এবার দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে টিউনার সিস্টেম করতে হয়।

মূলত এটাকে বলাহয় WordPress Author System,কিন্তু আপনি যদি অথর নাম টা না জেনে থাকেন তাহলে তো অবশ্যই টিউনার লিখবেন,আর সেই কারনেই আমি টাইটেল টা দিয়েছি যে কিভাবে wordpress সাইটে টিউনার সিস্টেম করবেন?যাই হোক,প্রথমে আপনার একটা প্লাগিন প্রয়োজন হবে যা দিয়ে আমরা টিউনার সিস্টেম করব।প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের admin panel -এ যান এবং নতুন একটি প্লাগইন ইন্সটল করুন,এর জন্য Dashboard এর বাম পাশে Plugins>>Add New তে ক্লিক করুন।এবার নিচের ছবিটি অনুসরণ করুনঃ

উপরের ছবিটির মতো Search Box এ লিখুন User Role Editor এবং সার্চ দিন,তাহলে উপরের চিত্রের মার্ক করা User Role Editor Plugin টি ইন্সটল করে Active করুন।এবার ড্যাশবোর্ড থেকে বাম পাশে Users>>User Role Editor এ যান এবং Add New option এ ক্লিক করুন নিচের চিত্রের মতোঃ

এবার নিচের চিত্রের মতো আপনার ইচ্ছে মতো যে কোন নাম দিন,আমি এখানে নাম দিয়েছি Tuner নিচের চিত্রটি অনুসরণ করুনঃ


উপরের চিত্রের মতো করে নাম লিখুন,আপনি চাইলে অন্য কোন নামও দিতে পারবেন।এবার Add Role এ ক্লিক করুন।এখন নিচের চিত্রের মতো উপরের বক্স থেকে Tuner নামটি খুঁজে বের করুন যেই নাম দিয়ে তৈরি করলেন।এবার আপনি টিউনারদের কি কি পারমিশন দিতে চান সেগুলোতে টিক মার্ক করে দিনঃ

এবার Update এ ক্লিক করুন।ব্যস আপনার কাজ শেষ,এখন যাকে টিউনার করতে চান তার আইডি All Users থেকে খুঁজে বের করে Change Role এ ক্লিক করে Tuner Select করুন এবং Apply করে দিন।

আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনার সাহায্য করবে,যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন।ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাউট্রিক এর সাথেই থাকুন ধন্যবাদ।

প্রথম প্রকাশিত হয়েছিলHamwap.com এ

3 thoughts on "যেভাবে WordPress সাইটে টিউনার সিস্টেম করবেন?"

  1. fazle Contributor says:
    good post

Leave a Reply