সবাইকে আসসলামু আলাইকুম।

আবারো হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আর এটা অবশ্যই একটি কাজের টিউন।

আপনারা যারা ওয়ার্ড প্রেস ব্যাবহার তারা ভিজিটর স্টাট্স চেক করতে পারেন না কারন এতে বিল্ট ইন স্টাট্স চেকার থাকে না. এজন্য আপনারা অনেকেই হয়তো গুগল এনালাইটিক্স ব্যাবহার করেন কিন্তু বার বার গুগল এনালাইটিক্স এ গিয়ে স্টাট্স চেক করা অনেক কষ্টকর.

তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্লগিন শেয়ার করবো যেটি ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ড প্রেস ড্যাসবোর্ড থেকে ভিজিটর স্টাট্স চেক করে নিতে পারেন.

  • কিছু স্কিনশট দেখুন

প্লাগিন টির নাম ওয়াজ আপ(Wassup)

প্লাগিন টি অনেকেই হয়তো ব্যাবহার করছেন.

প্লাগিন ডাউনলোড লিংক

প্লাগিন টির অনেক প্রয়োজনীয় ফিচার আছে যেগুলি আপনার সাইট টিকে সমৃদ্ধ করতে অনেক সহয়তা করবে কারন আপনি খুব সহজেই দেখতে পারবেন ভিজিটর রা কোন কি ওয়ার্ড লিখে আপনার সাইটে আসছে এবং কোন ধরনের পোস্ট তারা আপনার কাছ থেকে আশা করছে.

প্লাগিন টি আপনাদের ভাল লাগলে জানান, আমার

থলিতে আরো আজব আজব প্লাগিন আছে.

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।ট্রিকবিডির সাথেই থাকেন। 

One thought on "আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ভিজিটর Stats চেক করার জন্যে একটি জনপ্রিয় প্লাগিন নিয়ে নিন।"

  1. Dibbo Author says:
    যে সকল Contributor রা, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → bigowap.com
    রেজিস্ট্রেশন করলেই Author

Leave a Reply