আসসালামু আলাইকুম , আশা করি সবাই আল্লাহ পাকের রহ মতে ভালই আছেন। আমি ও আলহামদুল্লাহ ।একবার ভাবুনতো আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একটি টুইটার পাখি উড়ে বেড়াচ্ছে এবং ভিজিটরগণ সেটির মাধ্যমে টুইটারে আপনাকে ফলো করছে। ব্যাপারটি দারুন হবে তাই না? হ্যা, এই কাজটিই আপনি করতে পারেন খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহারের মাধ্যমে।

প্রথমে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগিনটি আপনার সাইটে ইনস্টল করুন।

এরপর প্লাগিনটি ইনস্টল করা হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের setting>twitter এ যান। এবার সেখানে আপনার টুইটার ইউজারনেমটি ব্যবহার করুন। এরপর সেটিংসটি সেভ করুন। তাহলেই আপনার কাজ শেষ।

এবার দেখুন আপনার ওয়ার্ডপ্রেস সাইটেও উড়ে বেড়াচ্ছে একটি টুইটার পাখি।

কম টাকায় ট্রিকবিডির মত সেম টু সেম অরজিনাল থিম দিয়ে সাইট লাগলে যোগাযোগ করুন 01785829489

4 thoughts on "আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যুক্ত করুন উড়ন্ত টুইটার পাখি"

  1. Mj hridoy Subscriber says:
    যে সকল Contributor রা আমার মতো, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → Tipshurry.cf রেজিস্ট্রেশন করলেই Author
  2. jani Contributor says:
    mobile to Desktop করব কিভাবে
    1. Rakib Khan RT Author says:
      Mobilepres Plugin diye
  3. B.A. Abdullah Contributor says:
    WordPresse profile pic set korbo kivabe.ple help

Leave a Reply