প্রথমেই ক্লাউডফ্লেয়ার কি এবং এর সুবিধাগুলো সম্পর্কে লিখিঃ 

ক্লাউডফ্লেয়ার হচ্ছে একটি গ্লোবাল কমিউনিটি যারা ওয়েব ট্রাফিক নিজেদের ইন্টিলিজেন্ট নেটওয়ার্কের মধ্যে দিয়ে রাউট করে। সহজ ভাষায় বললে, আপনি যখন ক্লাউডফ্লেয়ার কমিউনিটিতে জয়েন করবেন তখন ক্লাউডফ্লেয়ার কমিউনিটির সুযোগ সুবিধা গুলো ব্যবহার করতে পারবেন। তাদের সবচেয়ে বড় সুবিধা হলো সিডিএন টেকনোলজি এবং ওয়েবসাইট সিকিউরিটি।

CDN (কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) টেকনোলজির মাধ্যেমে দ্রুততম সময়ে ভিজিটর’রা ওয়েবসাইট ভিজিট করতে পারে। ক্লাউডফ্লেয়ার এর গ্লোবাল নেটওয়ার্কে সারা বিশ্বের বিভিন্ন স্থানে সার্ভার স্থাপন করা আছে। তারা ভিজিটর এর লোকেশন ট্র্যাক করে সবচেয়ে কাছের সার্ভার থেকে ডাটা সার্ভ করে তাই ভিজিটর খুব কম সময়ে সাইট ব্রাউজ করতে পারে। ক্লাউডফ্লেয়ার যেকোন ধরনের ম্যালওয়ার, এবিউসিভ বট, থ্রেট, ক্রওলার থেকে সাইট সুরক্ষা করে সেকারনে প্রচুর ব্যান্ডউইথ ও বাচানো সম্ভব হয়।

 

সংক্ষেপে ক্লাউডফ্লেয়ার এর সুবিধাসমূহঃ 

১/ CDN – কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক।

২/ ওয়েবপেজ অপ্টিমাইজেশন।

৩/ DDos প্রোটেকশন এবং SQL Injection থেকে সুরক্ষা।

৪/ বিভিন্ন ম্যালওয়ার/ থ্রেট থেকে সুরক্ষা প্রদান।

৫/ ভিজিটর এনালাইটিকস সুবিধা প্রদান।

৬/ শক্তিশালি, দ্রুত এবং সিকিউর DNS সুবিধা।

 

 

কিভাবে ফ্রি ক্লাউডফ্লেয়ার আপনার সিপ্যানেল হোস্টিং এ ব্যবহার করবেন? 

প্রথম ধাপঃ সিপ্যানেলে লগিন করে ক্লাউডফ্লেয়ার অপশনটি খুজে বের করুন।

দ্বিতীয় ধাপঃ এই বক্সে আপনার ই-মেইল প্রদান করুন। ক্লাউডফ্লেয়ার সাইন-আপ এর জন্য।

 

তৃতীয় ধাপঃ “Click Here to Continue” তে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ চিত্রের মতো করে “Manage” বাটনে ক্লিক করুন।

 

পঞ্চম ধাপঃ ক্লাউডফ্লেয়ার একটিভ করতে ধূসর ক্লাউডফ্লেয়ার বাটনে ক্লিক করুন।

 

ষষ্ঠ ধাপঃ ক্লাউডফ্লেয়ারের কালার’ড লোগো প্রদর্শিত হলে বুঝবেন ক্লাউডফ্লেয়ার একটিভ হয়েছে।

 

ব্যস! এতে অটোমেটিক আপনার ডিএনএস ক্লাউডফ্লেয়ারের ডিএনএস এর সাথে কনফিগার হয়ে যাবে। এবং ক্লাউডফ্লেয়ার থেকে পাসওয়ার্ড সেট এর ইমেইল যাবে, নতুন পাসওয়ার্ড সেট করে ক্লাউডফ্লেয়ারে লগিন করে স্টাটাটিসটিক চেক করতে পারবেন।

My Page : Learning Outsourcing & Web Development Center

Contact : 01871454150

 

7 thoughts on "ওয়েবসাইট এর নিরাপত্তার জন্য আপনার যা করনিও এবং ওয়েবসাইটে ফ্রি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করুন, দ্রুত এবং সিকিউর করুন"

  1. Trickology Subscriber says:
    ঈদ মোবারক ????
    যে সকল কন্ট্রিবিউটররা ট্রিকবিডি তে পোস্ট করতে পারছেন না তারা এখনই Author হিসেবে যোগ দিন Trickology.tk তে ?
  2. Masum Ahmad Kafil Contributor says:
    এটা কি ফ্রি?
  3. rabbi. Contributor says:
    vai wp er login page er logo change korar ekta full tutorial den plz
  4. St Contributor says:
    vai ai post 1 month age ami korci but published hoy nai
    post krar jonno tnx
    1. MH Contributor Post Creator says:
      author hote fb page aye contact kore
    2. St Contributor says:
      ki vabe link den
    3. MH Contributor Post Creator says:
      fb.com/lx.apple.10

Leave a Reply