Be a Trainer! Share your knowledge.
Home » Wordpress » মোবাইল দিয়ে ব্যবহার করার মত করুন আপনার WordPress সাইকে

মোবাইল দিয়ে ব্যবহার করার মত করুন আপনার WordPress সাইকে

আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করি তখন কি ভাবি না যে কেউ হয়ত আমার ব্লগ টি মোবাইলেও দেখবে? হ্যা ভাবি তাই এই বিষয় টা মাথায় থাকলেও সম্পূর্ণ মোবাইল সংস্করণ তৈরী করতে আরো অনেক কিছু করতে হয়, যেমন: সাব ডোমেইন তৈরী, মোবাইল প্লাগিন ইন্সটল, থিম ইন্সটল ইত্যাদি সহ আরো অনেক কিছু যেগুলো আমি পরে দেখাবো কিন্তু যারা খুব তাড়া তাড়ি আপনার তৈরীকৃত ওয়ার্ডপ্রেস সাইট টি মোবাইলে দেখার কিছু টা উপযোগী করে নিতে চান তারা এই দিকে আসুন আমরা এখানে কোন প্লাগিন ইউজ করব না। শুধু মাত্র কিছু সি, এস, এস কোড ব্যবহার করব। এই কাজের জন্য আপনাকে যা করতে হবে:
১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ড এ লগিন করুন।
২. যে থিমে করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার এডিট এ ক্লিক করুন।
৪. ডিফল্ট ভাবে আপনার থিমের style.css ওপেন হবে।
৫. নিচের থেকে এই কোড গুলো আপনার style.css এর একদম শেষে বসিয়ে সেভ করুন।


৬. এবার মোবাইল দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ একবার ভিজিট করে দেখুন।
আমার মনে হয় আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ টি কিছু টা হলেও মোবাইলে দেখার উপযোগী হয়ে গেছে। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ টি পুরোপুরি মোবাইলে দেখার উপযোগী করতে চান অর্থাত আপনার ওয়ার্ডপ্রেস সাইটের একটি মোবাইল ভার্সন তৈরী করতে চান তাহলে এই ব্লগে চোখ রাখুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

মাএ 450 টাকাতে .Com ডমেইন কিনতে যোগাযোগ করুন 01785829489
যেকোন ডিজাইনের সাইট বানাতে বা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489

Credit by: TrickJagat.Com

7 years ago (Jul 07, 2017)

About Author (164)

Mehedi khan
subscriber

স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, মাষ্টার কার্ড, ফেসবুক পেজ প্রমোট করতে অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে। সাইট থেকে প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার সাইট:- https://BDHost.Host

Trickbd Official Telegram

3 responses to “মোবাইল দিয়ে ব্যবহার করার মত করুন আপনার WordPress সাইকে”

  1. Arian ABiR Contributor says:

    Nice Post Mehedi vai ai Cord ta akon Sundor vai

  2. gsm sohan Author says:

    মামা আপনি ত পুরাই BOSS

Leave a Reply

Switch To Desktop Version