“আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?
আমি আজ ওয়েব সাইট এর ধারন নিয়ে পোষ্ট লিখেছি।
যারা ওয়েব সাইট ডেভেলপ করতে চান তাদের জন্য এসব জানা খুব প্রযোজন। তাই আমি কয়েকটা পর্বেবে ওয়েব সাইট ডিজাইন দেখাব ইনশাল্লাহ।
ওয়েব সাইট : ওয়েব সাইট হলো ওয়েব এক্সটেনশন যুক্ত ( যেমন- hlml,. php) কতগুলো পেজের সমষ্টি, যেখানে Graphics text, animation, audio, video ব্যবহার করা হয়। একটি ওয়েব সাইটে অনেকগুলো পেজ থাকে, প্রথম পেজকে হোমপেজ বলে। হোমপেজকে সবসময় index নামে সেভ করতে হয়।

ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট : একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রথম সাইটটিকে ডিজাইন করতে হবে। ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েব সাইটের জন্য বাইরের অবকাঠামো তৈরি করা। ওয়েব ডিজাইনার মুল কাজ হচ্ছে যে কোনো একটি সাইটের জন্য টেমপ্লেট তৈরি কার। এখনে থাকবে না কোন অ্যাপ্লিকেশন, যেমন- লগইন সিস্টেম, নিউজ লেটার সাইন- আপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডাটাবেজে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদি। যদি সাইট বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার লোড হবার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলো হলো অ্যাপ্লিকেশন। এগুলো ওয়েব আপ্লিকেশন নামে পরিচিত। এসব তৈরু করতে হবে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। যেকোনো ধরণের আপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরি করাই হলো ওয়েব ডিজাইন, মূলত এই ধরনের ডিজাইনকে বলা হয় স্ট্যাটিক ডিজাইন। আর ওয়েব সাইট আপ্লিকেশন ব্যবহার করলে তাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে। আপ্লিকেশনযুক্ত ওয়েব সাইটকে ডাইনামিক ওয়েব সাইট বলা হয়। ক্লায়েন্ট তার পছন্দ মতো ওয়েব সাইট নির্ধারণ করে নিতে পারবে।

ওয়েবসাইটের উদ্দেশ্য এবং যাদের উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি তাদের চিহ্নিত করন:


বর্তমান যুগে যেকোনো ব্যবসার সাফল্য অনেকাংশ নির্ভর করে ওয়েবসাইট এর উপর। কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথ্ব বিশ্ব এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চালছে।
ওয়েব সাইট কোন আর্ট গ্যালারি নয়, এটি একটি ইন্টারফেস, যার সমন্বয় ঘটে ৪টি বিষয় নিয়ে। যেমন-
ক. কপিরাইটং
খ. টাপোগ্রাফি
গ. লে-আউট
ঘ. আর্ট।

ওয়েব সাইট ডিজাইন এর প্রযোজনীয়তা ও সীমাবদ্ধতা চিহ্নত করন:


একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই এর ডিজাইনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
এজন্য নিচের কয়েকটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে :
(i) ওয়েব সাইট বেশি কালারের ব্যবহার না করা।
(ii) হালকা কালারের ডিজাইন ব্যবহার করা।
(iii) ইমেজের সাইজ কমিয়ে ওয়েবসাইট এ যোগ করা।
(iv) ভালভানে ফন্ট ব্যবহার করা।
(v) ডকুমেন্টে অযথা কোড ব্যাবহার না করা।
(vi) ডকুমেন্ট সাইজ সবসময় কম রাখা।
আজ এই পর্যন্ত। আমি পরবর্তী পর্বে ডিজাইন নিয়ে লিখব ইনশাল্লাহ।
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
ধন্যবাদ

10 thoughts on "ওয়েবসাইট ভেভেলপার হতে চান পর্ব ১"

  1. SA Author says:
    আমি trickbd তে কয়েকটা ভালো ভালো পোষ্ট করছি
    please আমাকে tuner করেন
  2. Divine Contributor says:
    carry on bro…….?
  3. Nikhil Roy Author says:
    Nice post. Amr kichu play store app review korar moto lok lagbe keo korte parole inbox me fb.me/nikhilroy2 per review 10tk
    1. ARIF Contributor says:
      play store app mane??
      Rate?
    2. A.M.T V.I.R.O.U.S Subscriber says:
      hmm ami aci

Leave a Reply