সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গত পর্বে আমরা দেখছি কিভাবে একটা ফ্রি হোস্টিং নিতে হয়। আজ এই পর্বে দেখব কিভাবে ফ্রিতে ডোমেইন নেওয়া যায়। ফ্রি ডোমেন নেয়ার জন্য সবার পরিচিত ফ্রিনোম কোম্পানীকে আমারা বেছে নিব। ফ্রিনোম থেকে কিভাবে ডোমেন নিতে যারা জানেন তাদের এই পোস্টের শেষের দিকটা দেখলে হবে। কারন শেষের দিকে কিভাবে ডোমেন হোস্টিং এ এড করতে হয় সেইটা দেখাব।

 

প্রথমে এই ফ্রিনোম এ রেজিশটেশন করতে এখানে কিল্ক করুন

এখান থেকে Find a new  Free Domain আপনার ডোমেই পসন্দ করুন।

দেখুন আমি certificatefacebook লিখে ডোমেন এর জন্য সার্চ দেওয়ার পরে এগুলো দেখাচ্ছে , আপনার পছন্দ মত একটি বেছে Get It Now তে কিল্ক করুন। তার পরে চেক আঊট কিল্ক করার পর নিচের মত পেজ আসবে।

এখান থেকে 3 month Free তে কিল্ক করে 12 month Free করে দিয়ে  Continue করে দিন।

এখানে Enter Your Email Address জাগায় আপনার ইমেল দিয়ে  Verify My Email Address কিল্ক করুন।

দেখুন আপনার ইমেল একটি Verification link পাঠিয়েছে। link এ কিল্ক করুন।

ক্লিক করার পরে আপনাকে যেই পেজ নিয়ে আসবে সেখানে আপনার নাম,ঠিকানা,পাসওয়ার্ড এবং তথ্য দিয়ে ফোরমটি পূরুন করুন।

পুরুন করার পরে চিত্র ১ এ জাগায় যে বক্স আসে সেখানে টিক দিন। তার পরে ২ জাগায় কিল্ক করুন।

আপনার কাজ শেষ এবার লাল বক্স এ নাম্বার টা টুকে রাখুন আর তার নিচের নীল বাটন এ কিল্ক করে আপনার ডোমেন এর কন্ট্রোল পেনেল এ চলে যান। আজ এই পর্যন্ত আগামী পর্বে  কিভাবে হোস্টিং ডোমেন এড করবেন এবং একটি সুন্দর WordPress ওয়েব সাইট বানাবেন সেইটা দেখাব।

সবাই ভালো থাকবেন আল্লাহ্‌ হাফেজ।

 

 

 

Leave a Reply