সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। গত দুইটি পোস্টে কিভাবে ফ্রিতে হোস্টিং এবং ডোমেন নিতে হয় তা দেখিয়েছি । যারা আগের পোস্ট গুলো দেখেননি দয়া করে আগের পোস্ট গুল দেখে নিন।

আজকে আপনাদের দেখাব কিভাবে হোস্টিং এর সাথে ডোমেন এড করে একটি মানসম্মত একটি ওয়েব সাইট বানাবেন। তো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার হোস্টিং সাইট  এ প্রবেশ করুন।

তার পরে Create Account এ কিল্ক করুন।

দেখুন এখানে কিছু NameServer দেখাচ্ছে । ns1.byet.org থেকে ns5.byet.org পর্যন্ত । এখুন আগুলা আমাদের ডোমেন এর nameserver অ্যাড করতে হবে। এড করার জন্য আপনার ফ্রিনোম এর ওয়েব সাইট গিয়ে আপনার ডোমেন যেতে হবে।

এখানে manage domain কিল্ক করতে হবে ।

তার পরে managment tools ক্লিক করার পর nameserver ক্লিক করুন।

এখানে নিচের গোল বৃত্তকে টিক দিন।

এবার ঠিক এই ভাবে বক্স গুল পুরুন করুন।

এবার আবার হোস্টিং এ এসে আপনার ডোমেন লিখে সার্চ দিন। দেখবেন নিচের মত আসবে।

এবার রিকেপচাটা ওকে করুন। তার পরে Create account ক্লিক করুন।

দেখুন আপনার ডোমেন এড হয়ে গেছে এখন শুরু Cpanel এর জন্য কিছুখন দেরি করতে হবে। কিছু খন দেরি করে পেজটা আবার রিলোড দিন দেখবেন Please wait লেখটি ঊঠে গিয়ে Active লেখা চলে এসেছে।

এবার তীর চিহ্নতে ক্লিক করুন। নিচের মত পেজে নিয়ে আসবে।

এখানে বক্সএ আপনার Cpanel এর যাবতীয় তথ্য দেওয়া আসে। এবার আপনাকে উপরের Cpanel তে ক্লিক করতে হবে । তাহলেই আপনাকে আপনার Cpanel নিয়ে যাবে।

এখন আমরা Cpanel ভিতরে আসি। এবার হচ্ছে WordPress install দেবার পালা। Cpanel এর নিচের দিকে দেখুন Software সেকশন আসে । সেখান থেকে তীর চিহ্ন তে ক্লিক করুন। নিচের মত পেজে নিয়ে যাবে।

এবার তীর চিহ্নতে ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।

এবার install এ ক্লিক করুন। দেখবেন নিচের মত পেজ আসবে।

এখানে ১ নং বক্সে wp টা কেটে দিন। আর ২ নং বক্সে আপনার ওয়েব সাইট এর নাম ও ডিস্ক্রিপশন দিন। তার পরে একদম নিচে দেখুন

install লেখা আসে তার নিচে আপনার ইমেল দিয়ে install এ ক্লিক করুন। ব্যস , এবার আপনার ওয়েবসাইট তৈরি।

 

কোথাও কিছু না বুঝতে পারলে অথবা বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাতে ভুলবেন না। কেমন লাগল সেটাও জানতে ভুলবেন না।

আল্লাহ্‌ হাফেজ।

2 thoughts on "কিভাবে নিজের একটি প্রোফেশনাল ওয়েবসাইট করবেন ফ্রিতে সাথে ৫ বছরের আনলিমিটেড হোস্টিং এবং ফ্রি ডোমেন। [৩য় পর্ব]"

  1. Ashraful Contributor says:
    Nice post bro
    1. Masum Khan Author Post Creator says:
      You’re most welcome.

Leave a Reply