ইন্ট্রো
আসসালামু-আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে । আল্লাহ্ র রহমতে আমিও ভালো আছি । আমি আজকে আপনাদের আইপি জনিত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ( সি-প্যানেল ) অ্যান্ড্রোয়েডে ।

সমস্যা
আমি গত বুধবার Eicra থেকে ডোমেইন আর হোস্টিং কিনে Dotnimirror.Com নামে একটি ওয়েবসাইট খুলি । এখানে সমস্যা দেখা দিলো যে আমি আমার সি-প্যানেল এ লগ-ইন করতে পারলাম না । মনটা যথেষ্ট পরিমানের খারাপ হয়ে গেলো । যখনই লগ-ইন করি তখনই ” Your ip address has changed,please log in again “. এটা দেখাতে লাগলো । কয়েক ঘন্টা গুগল/ইউটিউব/ট্রিকবিডি করলাম কিন্তু মনের মতো সলুশন পেলাম না ।

তখন গুগল/ইউটিউব/ট্রিকবিডির আশা বাদ দিলাম । নিজেই অনুসন্ধান করে বের করলাম সি-প্যানেল ইরর খানার সমাধান ।

মূলকথা

সমস্যা হয় সাধারনত আইপি জনিত সমস্যার কারনে । আমাদের মোবাইলের যে আইপি তার নাম হলো ডায়নামিক আইপি। ডায়নামিক আইপি সময় সময় চেন্জ হয় যার ফলে সি-প্যানেল সমস্যা করছিল। আমি এই পোস্টে আপনাদের ডায়নামিক আইপিকে স্ট্যাটিক আইপি করা দেখাবো এবং সি-প্যানেল এর সমস্যা টা দূর করব। তো, চলুন শুরু করি ☺

First Step : প্রথমে মোবাইলের ডেটা কানেকশন অন করে প্লেস্টোরে যাবেন ।
Second Step : সার্চ বারে Orbot টাইপ করে সার্চ করুন ।
Third Step : Orbot অ্যাপটি আসলে ডাউনলোড এবং ইন্সটল করুন ।
4th Step : অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন । ওপেন করার পর বামপাশে ৩ টি বার দেখতে পারবেন সেখানে ক্লিক করুন । ক্লিক করে Apps on vpn mode অন করে দিন ।
5th Step : এখন আপনি আপনার ব্রাউজার সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করুন ।
6th Step : এখন স্টার্টট অপশনে ক্লিক করে ব্রাউজিং করুন ।

উপকারীতা
আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট পাবলিশ করতে পারবেন । অনেকে ডেস্কটপ বা ল্যাপটপের টর ব্রাউজার এবং ফাইলজিলা দিয়ে C-panel কাজ করে থেকে থাকবেন তবে এখন খুব দরকার হবে বাইরে থাকলেও আপনার কাছের ফোনটি দিয়ে কাজটি করতে পারবেন ।। ☺

পরিশেষে
কেমন লাগল জানাতে ভুলবেন না । শেয়ার বাটনের শুদ্ধ ব্যবহার কামনায় আমার ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন
DotniMirror.Com ধন্যবাদ ।

Najmul Nazu has signing off.

5 thoughts on "C-Panel Errors ( your ip address has changed)( আইপি সমস্যার সমাধান )"

  1. awal Contributor says:
    (আমি Labib (trickbd.com/author/muhiuddin) )
    ((অন্যের আইডি থেকে কমেন্ট করছি))
    ***★ ADMIN কে দেখার অনুরোধ করছি ★***

    আমি রানা ভাইয়ের নামে এক ফেক আইডির পাল্লায় পড়ে আমার Author ID টা হারাইছি।
    এখন এডমিনদের কে রিকোয়েস্ট করতেছি যে আমার আইডিটা যদি ফিরিয়ে দিতেন তবে উপকৃত হতাম। অনেক পোষ্ট করার ইচ্ছা ছিল। কোরআন শরিফের সব সূরা ধারাবাকি পোষ্ট করতেছিলাম আর কিনা শুরু করতেই শেষ!

    ***_★★ দয়া করে আমার আইডিটা যদি ফিরিয়ে দিতেন তা হলে অনেক উপকৃত হতাম (@Admin, Editor, Modaretor)
    Email- labib1357222@gmail(.com) _***★★

  2. trakar Contributor says:
    trickbd official fb page naki hack hoisilo??
  3. . Contributor says:
    ✌✌✌ Gd Post
  4. Md_Hamim Contributor says:
    Free ta website host korar jonno kon sit bhalo
  5. Rasel Rhaman Rocky Subscriber says:
    ১ বছর পর ও পোস্টটি কাজে লাগল

Leave a Reply