কেমন আছেন সবাই??

## আবারও হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে। আশা করি ভালো লাগবে।
আমাদের প্রায় বেশিরভাগই বিভিন্ন ধরনের হোস্টিং ( ফ্রি অথবা পেইড ) ব্যবহার করে থাকি। এবং আমাদের ওয়েবসাইট (ওয়ার্ডপ্রেস, পিএইচপি,ডাউনলোড) এতে আপলোড করে ব্যবহার করি।

# # তবে মাঝে মাঝেই সাইটের প্রয়োজনীয় ফাইলগুলো ইডিট বা ডিলিট করার দরকার হয়। আর তার জন্য দরকার একটা Online FileManager 

# # এর সাহায্য আপনি সকল ফাইল যেমন,(index.html  footer.php) Edit/Modify করতে পারবেন অনলাইনেই। এর জন্য আপনার হোস্টিং সাইটে বিল্ট ইন একটা ফাইল মেনেজার দেওয়া থাকে। 

# # কিন্তু এর একটা অসুবিধা আছে। আপনি সহজে ফাইলগুলো একসেস করতে পারবেন না। Text / Html ইডিট করতে কষ্ট হবে, বেশি বড় ফাইল আপলোড করতে পারবেন না।

## আজ আপনাদের দেখাব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের ফাইল মেনেজারের মত আপনার সাইটের ফাইলগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন।

এর জন্য যা যা লাগবেঃ

১) আপনার সাইটের FTP Details:

  • Ftp Host: যেমন, ftp.rxtechbd.com অথবা ftp.byethost12.com
  • Ftp Username: হোস্টিং সার্ভিস যে নাম দিয়ে খুলেছেন।
  • Ftp Password: যে পাসওয়ার্ড দিয়ে খুলছেন।

FTP Details – Cpanel এ পাবেন।

২) MiXplorer Apk

যা যা করতে হবেঃ

# # প্রথমে MiXplorer ইনস্টল দিন। ওপেন করে বাম পাশে স্লাইড করে মেনু বের করুন।
# # মেনু থেকে Add Storage এ ক্লিক করুন।

# # FTP সিলেক্ট করুন।

# # নিচের মত আপনার FTP Details গুলো বসান। Display Name একটা দিলেই হলো। 

# # Save দিন। অবশ্যই নেট কানেকশন অন রাখবেন। এবার কানেক্ট হবে। 
# # Root ডাইরেক্টরির ফাইলগুলো শো করবে।

############################################

ধন্যবাদ।

# # আমার নতুন সাইটঃ RxTrick.COM

# # by Riadrox

5 thoughts on "[Mega Trick] যেভাবে MiXplorer দিয়ে আপনার ওয়েবসাইটের FileManager (FTP সার্ভার) ফাইলগুলো খুব সহজে Access করবেন। (Android)"

  1. Maruf Ahamed Sohan Author says:
    I know but thanks for share
  2. Net boy Author says:
    Vy script unzip hoy ki
  3. robiulhoque Author says:
    Mixplorer ta really cool, fast, halka app ak shomoi ata use kortam tokon playstore e chilona akon add korse kina janina dekte hobe and nice post
  4. ABD BARIK Contributor says:
    কোন ভার্সিটি তে Admit হইলা #Riadrox?

Leave a Reply