আপনার ওয়ার্ডপ্রেস সাইট মোবাইলে মোবাইল ভার্সন ও কম্পিউটার এ কম্পিউটার ভার্সন দেখাবে । এ জন্য আপনাকে নিচের নিয়ম অনুসরণ করুন —

১। আপনার সাইট এ  yoursite.com/wp-admin এ যেয়ে লগিন করুন ।

২। Plugins > Add New এ যান ।

৩ ।  MobilePress নামে সার্চ করুন ।

৪। দেখতে পাবেন Update Now এর পরিবর্তে Install Naw লেখা আছে । Install Naw তে ক্লিক করে ইন্সটল করুন ।

৫। Activate Plugin এ ক্লিক করুন ।

Capture

এখন আপনার সাইট মোবাইল দিয়ে ভিজিট  করলে মোবাইল ভার্সন এ দেখা যাবে ।

ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন ।

ধন্যবাদ সবাইকে ।

 

 

 

 

2 thoughts on "আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ মোবাইল ভার্সন করুন ২ মিনিট এ । রেস্পন্সিভ ।"

  1. Panishwardj Contributor says:
    KI Ami Kichui Paina Add
  2. proyas Contributor says:
    ভাই একটিভ করছি কিন্তু মেনু দেখা যায়না আর মোবাইল থেকে পোষ্ট করতে প্রবলেম হয়।

Leave a Reply