Be a Trainer! Share your knowledge.
Home » Youtube » কি ভাবে Youtube ভিডিওতে ‘i (suggested) Card’ যোগ করবেন এবং ভিডিওতে আরো বেশি ভিউয়ার নিবেন। With Sshot

কি ভাবে Youtube ভিডিওতে ‘i (suggested) Card’ যোগ করবেন এবং ভিডিওতে আরো বেশি ভিউয়ার নিবেন। With Sshot

প্রিয়,বন্ধুরা TRICKBD.COM সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন
TRICKBD পক্ষ থেকে এই কামনা রইলো।

আর কথা বাড়াবো না.! এবার আসি কাজের কথায়! কি করে ইউটিবে Card যোগ করবেন?!↓

মোবাইল থেকে chrome Browser এ ঢুকুন ↓

তারপর Request desktop Site এ টিক (?) দিয়ে দিন↓

এবার Youtube এ ঢুকুন!

My channel এ Click করুন↓

my channel এ যাওয়ার পর’ আপনার আপলোড করা সব ভিডিও দেখতে পাবেন। সেখান থেকে যে কোন একটি ভিডিও সিলেক্ট করুন’ যেই ভিডিওতে আপনি Cards Add করতে চান ↓

নিচের↓স্ক্রিনশটে চিহ্নিত যায়গায় Click করুন↓

Click করার পর’ দেখুন নতুন একটি পেক এসেছে ‘যেখানে’ Add Card ‘ নামে একটি অপশন আছে। Add card এ Click করুন↓

লক্ষ্য করুন ? আরো কতোগুলো অপশন এসেছে। এখান থেকে Video or playlist সিলেক্ট করুন এবং create এ Click করুন↓

আপনার আপলোডকৃত সব ভিডিও দেখতে পাচ্ছেন? আমার চ্যানেলে দুইটি ভিডিও তাই’ এখানে একটি ভিডিও দেখা যাচ্ছে”

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে’ দুইটি ভিডিও হলে’ এখানে একটি দেখাচ্ছে কেনো?? এর কারন হচ্ছে’ আমরা সেই ভিডিওটিতেই’ নিচের স্ক্রিনশট এর ভিডিওটি এড করতেছি’ যার কারনে’ ওই ভিডিওটি আসেনি’

হ্যা’ এবার আপনি আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করুন ‘ যেই ভিডিওটি অন্য ভিডিও চলাকালীন সময়ে ভিডিতে suggested করবে ‘ দেখার জন্য☺

অথবা’ আপনি চাইলে’ ভিডিও লিংক দিয়েও করতে পারেন’!

ভিডিও সিলেক্ট করে’ Create card’ এ Click করুন

ব্যস আমাদের কাজ শেষ’! এবার ভিডিও চালিয়ে দেখুন’ ↓ নিচের স্ক্রিনশট এর মতো আপনার add করা ভিডিও Show করছে’

ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট” যদি কোন ভুল হয়ে থাকে’ তাহলে ক্ষমার চোখে দেখবেন ?
ভালো থাকবেন’ এবং আমার জন্য দোয়া করবেন ?

7 years ago (Oct 05, 2017)

About Author (16)

ѕнα∂нιи
author

Trickbd Official Telegram

13 responses to “কি ভাবে Youtube ভিডিওতে ‘i (suggested) Card’ যোগ করবেন এবং ভিডিওতে আরো বেশি ভিউয়ার নিবেন। With Sshot”

  1. Tyson? Contributor says:

    Good post

  2. zahidul islam emon Contributor says:

    আচ্ছা অনেক সময় দেখা যায়, ভিডিও চলাকানিন সময়ে সাবস্ক্রাইব এইরকম একটা লগো থাকে,ঐ টা কেমন করে করে?

  3. ami.shahriar.ononto Contributor says:

    ভাই আপনার চ্যানেল এর লোগো টা কোথা থেকে করেছেন?

Leave a Reply

Switch To Desktop Version