আসসালামু আলাইকুম।

আশা করি ভালো আছেন সবাই। অনেকদিন পর ট্রিকবিডিতে পোস্ট করতেছি। মাঝে লম্বা সময় ব্যক্তিগত কারণে ট্রিকবিডিতে পোস্ট করতে পারিনি।

ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত পোস্ট করব

তো চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

আজকে আমি দুইটি অ্যাপের রিভিউ দিবো এবং ডাইরেক্ট ডাউনলোড লিংক দিবো। অ্যাপদুটি সমস্ত নতুন পুরাতন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার দুটি অ্যাপ। তো চলুন শুরু করা যাক।

১. YouTags Pro

#এটি নতুন পুরাতন সকল ইউটিউবারদের জন্য জরুরী একটা অ্যাপ।

কারণ, অনেকে ইউটিউবে ভিডিও আপলোডের সময় Tag কি দিবেন সেটা ভেবে পাননা।

তাদের জন্যই আজকে এই অ্যাপ।

# প্রথমে যেকোন ভিডিওর লিংক কপি করে এই অ্যাপের Url Box এ পেস্ট করুন।

আর দেখুন সাথে সাথে ওই ভিডিওর সমস্ত ট্যাগ চলে আসবে।

# এই অ্যাপের সবথেকে বড় ব্যাপার হলো ট্যাগগুলা আপনি এক ক্লিকে সিলেক্ট করে যে কয়টা ট্যাগ খুশি কপি করতে পারবেন। এবং সেগুলো আপনার ভিডিও ছাড়ার সময় ট্যাগ বক্সে পেস্ট করতে পারবেন।

# এইভাবে আপনি যে বিষয়ে ভিডিও দিতে চান সেই বিষয়ের উপর অন্যান্য চ্যানেলের দেওয়া ভিডিওর ট্যাগ এই অ্যাপ দিয়ে দেখে ধারণা নিতে পারেন অথবা ট্যাগগুলি কপিও করতে পারেন।

চলুন অ্যাপটির কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক-

YouTags Pro Download Link-

Click Here To Download YouTags Pro.apk (Google Drive Direct Link)

এবার আসি আরেকটা অ্যাপের কথায়।

২. Live Youtube Subscriber Count

#এই অ্যাপটি অনেক ইউটিউবারই খোঁজেন। কারণ অনেকে যেকোন চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার ওঠানামা দেখতে চান। কেউ কেউ আবার সেটা নিয়ে ভিডিও ও বানান।

#এই অ্যাপ শুধু ইউটিউবারদের জন্য নয়। সর্বস্তরের মানুষই এটা দিয়ে যেকোন চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার হ্রাস বৃদ্ধি, সর্বমোট কমেন্ট, ভিউ ইত্যাদি বৃদ্ধি দেখতে পারেন অতি সহজে।

#প্রথমে অ্যাপটি নিচ থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওপেন করুন।

#এবার সার্চ বারে যেকোন চ্যানেলের নাম লিখুন।

#দেখুন সাথে সাথে ওই নামে সব চ্যানেল চলে আসবে।

#যে চ্যানেলের টা দেখতে চান সেটায় ক্লিক করুন। ব্যাস। এবার মজা নিতে থাকুন।

কিছু স্ক্রিনশট –

Live Subscriber Counter Download Link-

Click Here to Download Live Youtube Subscriber Counter.apk (Drive Direct Link)

আজ এপর্যন্তই।

সম্পূর্ণ পোস্টটি আমার নিজের লেখা। কপি করলে ক্রেডিট দিবেন।

If you have any problem –

Contact Me on Facebook (Data Mode)

Contact Me on Facebook (Free Mode)

ধন্যবাদ। ☺

9 thoughts on "[Youtube] সকল ইউটিউব প্রিয়দের জন্য সেরা ২ টি অ্যাপস। যেকোন চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টিং এবং যেকোন ভিডিওতে ব্যবহৃত সকল ট্যাগ দেখে নিন অতি সহজে।[Full Post] [Youtuber’s Best Choice]"

  1. Rimel Contributor says:
    Tag er sese j sonkha eta kiser?
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      কোনটার কথা বললেন বুঝলামনা।
    2. Rimel Contributor says:
      Meeting(7) ei 7 ta ki ? sorry for late. ssc exam
    3. Parves Hossain Rabby Author says:
      সংখ্যাটা দিয়ে বোজায় কোন ট্যাগ দিয়ে কতবার সার্চ করা হয়েছে
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      ?
    1. Oliur Rahman Miraz Author Post Creator says:
      thanks,,!

Leave a Reply