আমরা হয়তো অনেকেই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড এ ছবি সেট করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্ত একটা ছোট কোডের সাহায্যে আমরা ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে এ ছবি সেট করতে পারি। হয়তো অনেকরই এটা জানা থাকতে পারে। তারপরও
শেয়ার


পদ্ধতিঃ ঝটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে

========================


[{BE098140-A513-11D0-
A3A4-00C04FD706EC}]
ICONAREA_IMAGE=Nazim.JPG
ICONAREA_TEXT=0X00800090

যে ফোল্ডার ছবি সেট করতে চান সেখানে কোডটি Desktop.ini নামে সেভ করুন।


—-+++++++++——-+++++++++++++


এখন যে ছবিটি সেট করতে চান সেই ছবিটি উক্ত ফোল্ডারে নিয়ে এসে Rename করে যে নামটি কোডে অাছে সেটি টাইপ করুন (যেমন অামি অামার নাম দিয়েছি Nazim। এখানে অাপনি Edit করে অাপনার নাম দিতে পারেন। যে ছবিটি সেট করবেন সেটি অবশ্যই কোডে যে ফরমেট লিখা অাছে সেই ফরমেটের হতে হবে। যেমন: jpg) এখন Refresh করুন। দেখুন ফোল্ডারটিতে ছবি সেট হয়ে গেছে।

==========================

আমি My Document এ ছবি সেট করেছি। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। পোস্টটি কেমন লাগলো অবশ্যই জানবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। ধন্যবাদ।

================================


ফেছ্বুকে আমি

===============================


এই টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো “TipsaLL24.Com

3 thoughts on "☞ ছোট একটি কোড দিয়ে পিসির ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন। ভাল লাগতে পারে।"

  1. Shadhin Author says:
    কাজ হল না, Windows 8 ব্যবহার করি
  2. Nh Nazim Author Post Creator says:
    Shadhin ভাই এটা খালি Windows 7 এ ব্যবহার করা য়াবে
  3. Niloy112 Contributor says:
    aita sudu windows xp er jonno

Leave a Reply