নিজের একটি ওয়েবসাইট থাকুক, কে না
চায়? অনেকে তা করতে পারে না। তাই আমি আপনাদের এই টিউটুরিয়ালের মাধ্যমে শিখাব কিভাবে ফ্রিতে wordpress দিয়ে ব্লগ সাইট বানাবেন।

তাহলে চলেন কিভাবে কিরবেন:
১. একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।
২. হোস্টিং স্পেস রেজিস্ট্রেশন করতে হবে।
৩. সেটাপ করতে হবে। ব্যাস, হয়ে গেলো আপনার ওয়েবসাইট।

এবার আসুন সংক্ষিপ্ত বর্ণনায় যাই :

১. হোস্টিং রেজিস্ট্রেশনঃ হোস্টিং হলো যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো থাকে। কম্পিউটারে যেমন হার্ডডিস্ক, তেমনি
অনলাইনের হার্ডডিস্ক হলো হোস্ট স্পেস। হোস্টিং এর দাম প্রতিবছর ১,৫০০ থেকে ৫০,০০০টাকায় কিনতে পাওয়া যায়। এখনে যেহেতু এত দামে সাইট বানানু সবার পক্ষ্যে সম্ভব না তাই ফ্রি হোস্টিং ব্যবহার করব। তবে সব ফ্রি হোস্টিং সাইট ভাল না এদের বেশি ভাগই স্ক্যাম সাইট। কিন্তু চিন্তার কারণ নেই আমার কাছে খুব ভাল মানে ফ্রি হোস্টিং (Yourhost) আছে। ১০জিবি স্পেস সহ ২০জিবি ব্যান্ডউইত আর আছে ফাইলমেনেজার, পিএইচপি, ফুল সিপ্যানেল । এই Yourhost এর আরেকটি সহজ সুবিদা হল অটো ওয়ার্ডপ্রেস ভার্সন ৪.৩.১ ইনস্টলার।

তাহলে প্রথমে এখনে গিয়ে রেজিস্ট্রেশন করেন।

Username: নামদিবেন (যেমনঃoliur)

Password: পাসওয়ার্ড
Email Address: আপনার সঠিক ইমেইল আইডি
Site Category: কোন ধরনের সাইট(যেমন: personal)
Site Language: সাইট কোন ভাষায় বানাবেন (যেমন: English)
Enter Security Code: উপরে পিকচারে যা আছে তাই লিনকবেন।

এখন- ‘Register’ ক্লিক করেন।

যদি ঠিক টাক কাজ করতে পারেন তাহলে যে ইমেইল দিয়ে ছিলেন সেটাতে লগিন করে দেখুন Yourhost থেকে একটা ইমেল পাবেন ইমেইলের ভেতরে ভেরিভাই লিনক ক্লিক করেন। ইমেইল ভেরিভাই হলে আবার একটা ইমেইল পাবেন এই ইমেইলে দেখুন আপনার ফ্রি হোস্টিং একাউন্টের সকল তথ্য আছে যেমন- সাবডোমাইন, উইজার নেম, পাসওয়ার্ড, ফাইপমেনেজার পাসওয়ার্ড ও Cpanel লিনক।
এখনে দেখবে একটা ফেসবুক পেইজের লিনক পাবেন এটাতে লাইক দিয়ে কিছু একটা কমেন্ট করবেন।

ইমেইলে দেখুন Cpanel.Yourhost… এমন একটি লিনক পাবেন এটাতে গিয়ে লগিন ফর্ম এখনে ইমেইলে যে উইজার নেম পাঠিয়েছে সেটা আর পাসওয়ার্ড দিয়ে লগিন করেন। লগিন করলে হোস্টিং এর ফুল Control panel নিচের স্কিনশুটের মত দেখাবে। এখানেই ওয়ার্ডপ্রেস ইনস্টল আর ডোমাইন এড করতে হবে।

২| ডোমাইন: ডোমাইন হল সাইটের একটি নিদিষ্ট নাম। এই নাম টাকা দিয়ে কিনতে পারবেন আবার ফ্রিতেও নিতে পারবেন। এখন দেখব কিভাবে ডোমাইন পার্ক করবেন। ফ্রিতে যদি ডোমাইন নিতে চান তাহলে freenom.com অথাবা Dot.ga , Dot.cf তবে. TK ডোমাইন দিয়ে হবে না cf, ga ডোমাইন দিয়ে হবে আর চাইলে পেইড ডোমাইন কিনের ব্যবহার করতে পারেন |

অনেকে ফ্রি ডোমাইন ওয়াপকাতে ব্যবহার করেছেন তারা কিভাবে ফ্রি ডোমাইন নিবেন জানেন। তাই ওয়াডপ্রেস ব্লগের জন্য ডোমাইন নিতে তেমন কষ্ট হবে না, কারণ সব কিছু ওয়াপকার মতোই শুধু DNS এ ওয়াপকার জন্য ডোমাইন নিলে দিতেন ns1.wapka.mobi ও ns2.wapka.mobi এখানে ওয়াডপ্রেস এর জন্য ডোমাইন ns1.byet.org ও ns2.byet.org দিয়ে DNS সেট করবেন। আর যারা ডোমাইন নিতে পারেন না। তারা গুগলে খুজ করেন “ফ্রিতে কিভাবে Dot.cf থেকে ডোমাইন নিবেন” তবে লক্ষ্য রাকবেন DNS অবশ্যই ns1.byet.org ও ns2.byet.org সেট করবেন অন্য কিছু দিলে এই হোস্টিংএ কাজ করবে না।

ডোমাইন রেডি হলে এখন আসেন কিভাবে ডোমাইন পাক করবেন. Cpanel লগিন কিরতে হবে এখানে গিয়ে লগিন করেন।

বিঃদ্রঃ ইমেইলে যে উইজার নেম আর পাসওয়ার্ড পেয়েছেন সেটা দিয়ে লগিন করবেন।

লগিন করার পর Parked Domains ক্লিক করেন Domain Name বক্সে যে ডোমাইন ব্যবহার করতে চান তার নাম লিখুন যেমন: tutorbd.gq লিখে Add Parked Domain ক্লিক কিরেন। তাহলে ডোমাইন পাক হলে “Congratulations you have now added a new domain to your control panel!” দেখাবে। আর নাহলে পেইল দেখাবে।

আজ এপর্যন্তই পরবর্তী পার্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন দেখাব।

————————————————-
[বিঃদ্রঃ পুস্টি নিজের নামে মডিপাই করে অন্য সাইটে প্রকাশ করার অনুমতি নেই। ]
————————————————

যেকোনো প্রয়োজনে আমি ফেসবুকে

12 thoughts on "এবার একদম সহজেই নিজের নামে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরিকরেন | পার্ট-১"

  1. Akash790 Contributor says:
    ভাই লগইন করতে পারি না ।
  2. Tusharahmed Contributor says:
    Bhai dns er ip address e ki likhbo
    1. Oliur Rahman Contributor Post Creator says:
      Ip lagbe na. only DNS set korben
  3. Tusharahmed Contributor says:
    Vai domain park korechi.ekhon ki korbo?
    1. Oliur Rahman Contributor Post Creator says:
      WordPress Install Korte hobe Net part deko…
  4. fazle Contributor says:
    bhai domaine add korle eror dekhai plz help
    1. Oliur Rahman Contributor Post Creator says:
      kichu somosy karne Error dekate pare
      … Tobe thik hoye jabe
  5. fazle Contributor says:
    hoyna buai gq domain deya ki hoyna
  6. fazle Contributor says:
    hoyna bhai gq domain deya ki hoyna
  7. Oliur Rahman Contributor Post Creator says:
    এখন কাজ করছে এখন ট্রাই করেন। আর হ্যা ডোমাইন সাভার চেনজ না করলে কোথাও কাজ করবে না।
  8. JIHAD KHAN Author says:
    host regi er link ta abare den vai

Leave a Reply