ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা কত? ১০০ না কি ২০০? না কি তারও বেশি? সংখ্যাটা ৩০০ ছাড়ায়নি তো? তা হলেই কিন্তু বিপদ। মানসিক অবসাদে ভুগতে পারেন আপনি।
গবেষকদের মতে, অত্যধিক বন্ধুর সঙ্গে ফেসবুকে অনবরত বাক্যালাপ চালিয়ে গেলে দেহে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। যা মূলত অবসাদ বাড়িয়ে তোলে। এবং যাদের সাধারণত ৩০০ বা তার চেয়ে বেশি বন্ধু রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। দেখা গেছে, কয়েক দিন ফেসবুক থেকে দূরে থাকলে এই অবসাদ থেকে মুক্তি পাওয়াও সম্ভব।
এই রকম ফেমাস আইডি চালানোর পর ও আমার তো কোনো সমস্যা হয়না
Search : Exciting.Shakib
Fist you need a VPN softwere ( Download An VPN softwere from play store like – Flash VPN,Hotspot Shider, Super Fast VPN ) and also can be useable facebook by UC Browser ~from any Device @ Imran from Charlakshya