আজ সকাল থেকে নেট চালোর অনেক চেস্টা করার পর অবশেষে সমাপ্ত ঘটলো ২জিবি ফ্রি নেট পেয়ে ৷ খুব খাটনিরে ভাই গ্রামের কাজ গুলা সকাল থেকে করলাম একটু বিস্রাম নিবার সময় পেলুম আর এই ফাকে একটা পোস্ট লেখলাম ৷
এত দিন ৫ জি ছিল তত্ত্ব আর
পরীক্ষাগারে সীমাবদ্ধ।
এবারে এল বাস্তবের দুনিয়ায়।
প্রথমবারের মতো
বাণিজ্যিকভাবে ব্যবহারের
জন্য ৫ জি নিয়ে পরীক্ষা
চালিয়েছে জাপানের
মোবাইল ফোন অপারেটর
এনটিটি ডকোমো
ইনকরপোরেশন। আজ বৃহস্পতিবার
জাপানের এই প্রতিষ্ঠানটির
তারা জাপানের একটি
বাণিজ্যিক ভবনে ৫ জি ডেটা
স্থানান্তর নিয়ে সফল পরীক্ষা
চালিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার
প্রতিবেদনে জানানো হয়,
নকিয়া নেটওয়ার্কের সঙ্গে
একত্রে এনটিটি ডকোমো
টোকিওর একটি বহুতল ভবনে ১৩
অক্টোবর ৫ জি নিয়ে যে
পরীক্ষা চালিয়েছিল, এতে ২
জিবিপিএসের বেশি
(গিগাবিট প্রতি সেকেন্ড)
গতি পাওয়া গেছে।
২০২০ সাল নাগাদ
নেটওয়ার্ক চালু করতে চায়
এনটিটি ডকোমো।
সুত্রঃ ইন্টারনেট
একবার দেখুনঃ Tips20.ga
One thought on "বাস্তবের দুনিয়ায় ৫ জি!"