আমরা যুবক ছেলে।

সারাদিন কর্ম ব্যাস্ততা এ পড়ালেখার মধ্যে দিন কাটিয়ে যেটুকু সময় বাচে সেটুকু নেটেই কাটায় তবে মূলত আমরা রাতে বেশি নেট ইউজ করি।
আর নেটের মজা তো রাতেই।।।

তো কাজের কথায় আসি।

আগেই বলে রাখি আমার এই ট্রিক্স সবার মোবাইলে নাও হতে পারে

প্রথমে আপনি আপনার সেটের Default browser এ ঢুকুন। তারপর সেটিংস এ ক্লিক করুন।।




সেখান থেকে Accessibility সিলেক্ট করুন তারপরে ScreenShot এ দেওয়া Shortcut এ ক্লিক করুন।




ব্যাস তারপর আরামসে সব কিছু Black & White এ চালান।
আর চোখকে সুরক্ষিত রাখুন।।।

Leave a Reply