আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি সবাই বেশ ভাল আছেন আমিও আল্লাহর রহমত ও দয়ায় ভালই আছি।আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দরকারি একটি অ্যাপ।যার নাম Bangla to Bangla Dictionary।ডিকশনারি একজন ছাত্রের নিকট নিত্য প্রয়োজন অ্যাপের মাঝে অন্যতম।হরেক রকমের ডিকশনারি অ্যাপ ব্যবহার করলেও Bangla To Bangla ডিকশনারি অনেকের ঈ সংগ্রহ করা হয়ে উঠেনি।

মাঝে মাঝে বাংলা ডিকশনারি আমাদের খুব প্রয়োজন হয়।বাংলা আমাদের মাতৃভাষা হলেও অনেক শব্দের ঈ প্রকৃত অর্থ বা ব্যাখ্যা জানা থাকেনা।বলা হয়ে থাকে অন্য সব ভাষা থেকে বাংলা ভাষা বেশ দূর্বোধ্য।কথাটি কেন বলা হয়ে থাকে সেকথা সবারই জানা।সো বিভিন্ন শব্দের প্রকৃত অর্থ বা ব্যাখ্যা বা কমন ব্যাকরণ জানার জন্য এই Bangla To Bangla Dictionary অ্যাপ টি সংগ্রহে রাখতে পারেন।
[img id=117471]
.
এই অ্যাপের মাধ্যমে যেকোন বাংলা শব্দ লিখে সার্চ দিলেই সেই শব্দের অর্থ,সমার্থক শব্দ,পদ প্রকরণ বা ব্যাকরণ ছাড়াও আরো অনেক কিছু বিস্তারিত আকারে এসে পরবে।এর মাধ্যমে বাংলা আপনার কাছে আরো সহজবোধ্য হয়ে যাবে।প্রতিদিনের স্টাডি প্ল্যান সেট করে দিয়ে সে অনুযায়ী পড়তে পারবেন।এছাড়া শব্দ গেইম বা নিজে নিজেই #MCQ Test দিতে পারবেন।পরীক্ষায় আপনি কয়টা ভুল করলেন, ভুল করা শব্দ গুলোর সঠিক অর্থ কি সেসব ঈ জানতে পারবেন এই ডিকশনারি তে।সত্যি কথা বলতে আমার কাছে অ্যাপটি অনেক ভালোলাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
সো এখনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

.
ডাউনলোড লিংকClick Here For Download
.
তো আজকের মতো এখানেই সমাপ্তি।আশা করি পোস্ট টি দ্বারা কিছুটা হলেও উপকৃত হবেন আর সেটাই আমার কাম্য।
পোস্ট টিতে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।
পোস্ট টি ভাল লাগলে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

2 thoughts on "নিয়ে নিন অনেক প্রয়োজনীয় শিক্ষণীয় একটি অ্যাপ Bangla To Bangla ডিকশনারি এর বেস্ট এন্ড লেটেস্ট ভার্সন!!"

  1. Shaonem Contributor says:
    ধন্যবাদ ভাইয়া,,,,
  2. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
    আপনাকেও ধন্যবাদ ভাই।

Leave a Reply