মোবাইলই এখন মানুষের জীবন সঙ্গি।একদিন খাবার না খেয়েও দিন কাটে কিন্তু মোবাইল ছাড়া কাটে না আরে ভাই এর নামই বাঙ্গালি।
কিন্তু যখন এই মোবাইল দিয়ে আমরা নেট চালাই তখন যদি বেশি বেশি মেগাবাইট খরচ হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়।এই জন্য আবার কেউ কেউ নেট চালানই বন্ধ করে দেয়।
কিন্তু এর উপায় জানা থাকলে আমরা নেট চালাতে অনেক মেগাবাইট খরচ কমাতে পারি। কিভাবে নিচের মতো করে সব কাজ করুন।
প্রথমে আপনার ফোনে Setting প্রবেশ করুন,এবার Data Usage এ ঢুকুন, এবার আপনার মোবাইল অনুযায়ী অপশন বাটন প্রেস করুন,এবার দেখুন ৪টা অপশন এসেছে।
এবার Restric Background data তে টিক দিন।ব্যাস কাজ শেষ এবার আপনার মোবাইলে আরামছে নেট চালাতে থাকুন আর দেখবেন এতে অনেক কম মেগাবাইট খরচ হবে।
বিঃদ্রঃ এই খারে টিক দেওয়ার পর আপনার সকল নেট কানেক্ট যুক্ত যত এপস আছে সব অপটেমাইজ হয়ে যাবে এর ফলে মেগা কম কাটবে।অর্থাৎ আপনি শুধু যেই এপস ব্যবহার করবেন শুধু সেই এপস এর মেগাই কাটবে।
এছাড়া আপনি এপস এর মাধ্যমেও ডাটা সেভ করতে পারেন।
Onavo Extend.apk
নিচ থেকে এই অসাধারন এপসটি ডাউনলোড করুন সব বুঝতে পারবেন।
Click here to download
One thought on "এবার আপনার মোবাইলে নেট চালান কম মেগাবাইট খরচ করে।সার্চয় করুন টাকা ও এম্বি!"