আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি


আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।টাইটেল দেখে হয়তো অনেকেই এতোক্ষনে বুঝে গেছেন।যাইহোক তবুও বলি।আজ আমি এমন একটি অ্যাপ নিয়ে আসছি যা দিয়ে ছবিতে অটোমেটিক ডেট টাইম সেট করা যায়।এবং আপনি যদি চান তাইলে নিজের লেখাও সেট করে রাখতে পারবেন।এর আগে অনেকেই আমাকে বলতেছিলো এমন একটি অ্যাপের কথা।এই সিস্টেমটা এক মাত্র ডিজিটাল ক্যামেরাতেই পাওয়া যায়।আজ থেকে আপনার ফোনেও হবে।


 

তাইলে চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।

  • নিজের ইচ্ছামতো টেক্সট দেয়ার সুজোগ।
  • অনেক গুলো ফন্ট চেইঞ্জ করার সুজোগ।
  • ছবির মান নষ্ট হয় না।
  • অটোফোকাস।
  • জুমিং অপ্সহন।
  • অসাধারন রেজুলেশন

সহ অনেক কিছু পাবেন ছোট্ট এই অ্যাপে।

তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।

অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।


ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যাবহার করবেন।

ডাউনলোড লিংক কমেন্টে দেয়া আছে দেখুন।

আমার সাইটে প্রথম প্রকাশিত

 

4 thoughts on "এইবার ক্যামেরা দিয়ে ছবি তুল্লে ছবিতে অটোমেটিক টাইম ডেট সেট হয়ে যাবে।চাইলে নিজের ইচ্ছামতো ফন্ট দিয়ে নিজের লেখাও সেট করতে পারবেন।"

  1. Sykot Author Post Creator says:
    ডাউনলোড লিংক- http://ow.ly/Wgh2M
  2. Huroyra Contributor says:
    কাজ হয়না।
  3. Huroyra Contributor says:
    Install করার পরে re_check করতে বলছে, তো করলে আবার প্লে স্টোর থেকে Download করতে বলছে ডলার লাগবে।
  4. Akas Seikh Contributor says:
    Taholeto ami download korbona.
    Thanks Huroyra

Leave a Reply