Howdy,
আগের পোস্টে আমরা দেখিয়েছি কিভাবে সার্ভার রান করতে হয় । এখন দেখাবো কিভাবে সেই সার্ভার app এ কিভাবে bindj করবেন।
যারা আগের পোস্ট দেখেন নাই দেখে নেন
Youtube অ্যাপস দিয়ে হ্যাক করুন যেকোন ফোন।
তো চলুন শুরু করা যাক।
Apk editor
file manager
প্রথমে আমরা file manager এ চলে যাবো।
এখন termux এ চলে যাবো।
এখন dogerat ফোল্ডারে প্রবেশ করবো।
এখন client apps এ চলে যাবো।
৩য় নাম্বার অ্যাপসটি কপি করে যেকোন একটা ফোল্ডারে রাখবো।
এখন আমরা apk editor চলে যাবো।
এখন apk file যাবো।
আমরা যেখানে কপি করে অ্যাপসটি রেখেছি সেখানে যাবো। এবং অ্যাপসে ক্লিক করবো।
এখন full edit ক্লিক করবো।
Decode all files এ যাবো।
এখন files এ চলে যাবো।
এখন আমরা assets যাবো।
এবং data.json ওপেন করবো।
আমরা যে সার্ভার চেক দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে।
২ হয় নাম্বার https এর জায়গায় wss:// এই রকম হবে। একটু দেখে কাজ করবেন।
Edit করা হলে আমরা নিচে সেইভ করার বাটন পাবো ক্লিক করে সেইভ করে নিবো।
এখন বেক দিলে এই রকম দেখতে পারবো।
Smail ক্লিক করবো একটু সময় লাগবে smail কোডে রুপান্তর হতে।
তারপর উপরের ডালির মতো ওইটায় ক্লিক করে apps কে bind করে নিবো।
দেখতে পাচ্ছেন চলে আচ্ছে এখন ইনস্টল করবো কিন্তু ওপেন করবো না।
আগে যে টোকেন নিয়েছি তার উপরে একটা লিংক আছে সেখানে ক্লিক করতে হবে এবং start বাটনে ক্লিক করবো।
এখন আমরা অ্যাপসটি ওপেন করবো এবং যা যা পারমিশন চায় সব allow করে দিবো।
দেখতে পাচ্ছেন telegram এ আমার সকল তথ্য চলে গেছে। কি কি করতে পারবেন সেটা দেখতেই পারছেন ।
অবশ্যই termux background এ রান থাকতে হবে তাইলে কাজ করবে। ক্লোজ হলে কাজ করবে না।
সবার কাছে অনুরোধ শিখে রাখেন কিন্তু কখনও কারো ক্ষতি করবেন না । অন্যের ক্ষতি করলে নিজের যে ক্ষতি হবে সেটা জানেন তো।
কারো বুঝতে অসুবিধা হলে কয়েক বার পরে তাহলে আশা করি বুঝতে পারবেন।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
17 thoughts on "Youtube অ্যাপস দিয়ে হ্যাক করুন যেকোন ফোন [part 2]"