নতুন বছরের Sms (2016) সকল পেতে এখানে

.
.
কংক্রিট প্রুফ ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এটির মডেল গ্যালাক্সি এস ৬ মিনি। ফোনটি হাত থেকে পড়লেও ভাঙ্গবে না। এই ফোনটি আদতে গ্যালাক্সি এস ৬ এর মিনি ভার্সন। সম্প্রতি এই ফোনটির তথ্য বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

স্যামসাংয়ের এই মিনি ফোনটির ডিসপ্লে ৪.৬ ইঞ্চির। ডিসপ্লেতে সুপার অ্যামোলিড প্রযুক্তি রয়েছে। এতে আছে ১.৮ গিগাহার্টজের হেক্সাকোর প্রসেসর। র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি থাকছে ১৬ জিবি।

গ্যালাক্সি এস ৬ এর মিনি ভার্সনের ফোনটির রিয়ার ক্যামেরা ১৫ মেগাপিক্সেলের। ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামের। এতে নন-রিমুভেবল লিথিয়াম আয়ান ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি এখনো বাজারে ছাড়া হয়নি। এটির দাম কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

.
.
সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল

.
.
নতুন নতুন টিপস পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.
LikeSmsBD.Ga
.

One thought on "[বিজ্ঞান ও প্রযুক্তি] যে ফোন হাত থেকে পড়লেও ভাঙ্গবে না!!"

Leave a Reply