—পর্ব-2)
আজ আপনাদের শিখাবো কিভাবে
Bitcoin
দিয়ে Flexiload নিবেন।
*
আমি গত পর্বে
দেখাইছি কাভাবে Bitcoin আর্ন করতে
হয়।
*
যারা গত পর্ব (পর্ব-1) দেখতে মিস
করেছেন তারা পর্ব-1 দেখতে এই
লিংকে ক্লিক করুন→ → ( পর্ব-১ )
আজকের পর্ব কিভাবে Flexiload নিবেন। *
১। প্রথমে এই লিংকে যান→ (লিংক টি comment এ দিলাম)
২। তারপর যে সিমে
নিবেন সেই সিমে ক্লিক করুন। একটি
পেজ আসবে, একটু নিচের দিকে যান
একটি Box পাবেন এবং Box এর পাশে
CHECK বাটন পাবেন। Box এর ভিতরে
আপনার নাম্বার দিন। নাম্বার দেয়ার
সময় “+880” অবশ্যই দিবেন। example-
+88017xxxxxxxx।
৩। এবার CHECK বাটনে
ক্লিক করুন। তারপর এক্টি পেজ আসবে
box এ ক্লিক করে কত টাকা (সর্বনিম্ন 50
টাকা) নিবেন সেটা লিখুন। এবং
আপনার “android keyboard” এর নিচে ডান
পাশে “Go” লেখাতে ক্লিক করুন।
৪। তারপর একটু নিচে যান, দেখুন আপনার
নাম্বার দেয়ে আছে তার নিচে ইমেইল
box আছে। ইমেইল box এ আপনার ইমেইল দিন
(যে ই মেইল দিয়ে Bitcoin account
খুলেছিলেন)।
৫। তারপর “Place order” এ
ক্লিক করুন।
৬। একটি পেজ আসবে,
নাম্বার টি আবারো একবার ভাল করে
দেখে নিন। নিচের দিকে যান
দেখবেন “Payment” নামে একটি লেখা
আছে। তার নিচে দেয়া আছে কতো BTC
আপনাকে সেন্ড করতে হবে। তার নিচে
একটি “Bitcoin address” পাবেন। এই address টি
copy করুন। কারন এই address এই আপনাকে BTC
send করতে হবে। # Example : বর্তমানে 50
টাকার জন্য আপনাকে 0.0016BTC সেন্ড
করতে হবে।
৭। এবার আপনার “Bitcoin
account” ( blockchain.info ) তে লগিন করে
“send” বাটনে ক্লিক করুন, এবং যে address
টি copy করলেন সেই address টি তে যত BTC
সেন্ড করার কথা বলা হয়েছে তা সেন্ড
*সতর্কতা→ মনে রাখবেন
আপনাকে যে Bitcoin address দেয়া
হয়েছে সেই Address এ 15 মিনিটের মধ্যে
BTC সেন্ড করতে হবে। এবং আপনি যদি
সমস্ত কাজ ঠিকঠাক মতো করেন ও
আপনাকে দেয়া 15 মিনিটের মধ্যে যদি
BTC সেন্ড করেন তাহলে আগামি 1
ঘন্টার মধ্যে আপনি Flexiload পেয়ে
যাবেন।
**আমি 00:05 মিনিটের মধ্যেই
পেয়েছিলাম।
বিশেষ দ্রষ্টব্য: -ভাই একটা সাইটে কাজ করে সেরকম ইনকাম করা যায়না। তাই আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান তাহলে অবশ্যই আপনকে একসাথে আরো কয়েকটি সাইটে কাজ করতে হবে। আর আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আর কোনো সাইটে কাজ করার দরকার নেই, গত পর্বে যে লিংক দিয়েছি আপনি সেটা দিয়েই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো হয়।
-সবাই ভালো থাকবেন।
→→আগামি পর্বে কিছু সাইটের লিংক দিবো এবং কিছু গুরুত্বপুর্ন পরামর্শ দিবো।
Stay with Trickbd.
http://www.bitrefill.com/bangladesh
গিয়ে auto withdraw enable
করে রাখুন। যখন আপনার
balance 0.00010000 BTC বা
তারও বেশি হবে তখন প্রতি
সোমবারে automatic ভাবে
তা আপনার wallet এ চলে
যাবে। আর আপনার
ইচ্ছামতো withdraw করতে
চাইলে withdraw option এ
গিয়ে Manuel এ ক্লিক করুন
এবং নিচে গিয়ে withdraw
করে নিন। এ জন্য আপনার
balance এ 0.00010400 BTC
থাকতে হবে এবং 0.00000400
BTC ফি হিসেবে কেটে
নেওয়া হবে।
1tu kosto kore blen na vai.
বর্তমানে Minimum recharge amount 50 টাকা। 50 টাকার নিচে আপনি recharge নিতে পারবেন না। আর 50 টাকার জন্য আপনাকে অবশ্যই 0.00160000 BTC সেন্ড করতে হবে। bitrefill.com এ তো দেয়াই আছে। আপনি কি ভালো করে লক্ষ্য করেননি….? আর পোষ্টেও তো সব বলা আছে।
.send payment a click korle… no free out puts to spend lekha uthe… akhn amiI ki korbo?
plz bolen