অনেকেই খেয়াল করে থাকবেন
ইউটিউবে নতুন একটি ফিচার চালু
হয়েছে। এই ফিচারে যেকোনো একটি
ভিডিও নির্বাচন করলে সেটি প্লে
হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে
আরেকটি
শুরু হয়ে যায়। আর সবসময়
স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ভিডিও
প্লে অনেকসময় কাম্য নয়।
এখন দেখে নেয়া যাক খুব সহজ একটি
ধাপ যার মাধ্যমে অটো-প্লে বন্ধ

করা যাবে।
১. ইউটিউবের ডান কলামে উপরের
দিকে
‘blue Autoplay slider’ নামে একটি
সুইচ রয়েছে।
২. সেখান থেকে টার্ন অফ করতে
পারেন।
অথবা
♦♦♦ অথবা♦♦♦
১.একটি ভিডিও শেষ হওয়ার পর
আরেকটি শুরু হতে কয়েক সেকেন্ড
সময়
নেয়।
২. এই সময়ের মধ্যে ‘Cancel’ ক্লিক
করে
বন্ধ করা যাবে অটো-প্লে।
উল্লেখ্য, টার্ন অফ সুইচ শুধুমাত্র
ডেস্কটপ সাইটে রয়েছে। তবে
মোবাইল অ্যাপে এই ফিচার নেই।
find me on fb

Leave a Reply