পর্নপ্রেমীদের জন্য এবার থেকে সেক্সি গুগল
এতসবের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ খানিকটা সময় কাটান পর্ন দেখে। গুগল তাই এবার থেকে খুলেছে এক নতুন সার্চ ইঞ্জিন। যা আপনাকে পর্ন দেখতে সুবিধা করে দেবে।এই সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে ‘সেক্সি গুগল’।
যাঁরা পর্ন দেখতে পছন্দ করেন, তাঁদের জন্যই গুগলের এই অভিনব উদ্যোগ। এতদিন গুগলে কিছু সার্চ করতে গেলে আপনাকে যা করতে হত, এই সেক্সি গুগল সার্চ ইঞ্জিনেও আপনাকে সেটাই করতে হবে। শুধু হোম পেজে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন কম পোশাকের পর্ন তারকাদের
সে নিজ পরিবারকে ভালো কিছু দিতে পারবে না