Google Photos Unlimited
দীর্ঘদিন পর আবার ফিরে আসলাম ট্রিকবিডির কাছে। গুগল ফোটোস হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছবি রিলেটেড একটি অ্যাপ। ফটো ব্যাকআপ, গ্রুপিং, সাজেশন এবং বিভিন্ন ধরনের ফিচারস এর জন্য এটি জনপ্রিয়। এই অ্যাপটি গুগলের অন্যান্য অ্যাপস এর মত আপনার গুগল আইডি তে সিনক থাকে। কিন্তু সমস্যা হল গুগলের ১৫ জিবি স্টোরেজ এর লিমিটেশন। এই কারণে গুগলের সব সার্ভিস যার মধ্যে গুগল ফোটোস রয়েছে, এতে আপনি ১৫ জিবির চেয়ে বেশি কিছু আপলোড করতে পারবেন না। কিন্তু গুগল এর ভাল একটি দিক হচ্ছে তাদের নিজস্ব ডিভাইস google pixle ফোন গুলোতে google photos এর ছবি আপলোড এর কোনো লিমিটেশন তারা রাখেনি। ফলে এইসব ডিভাইস থেকে আপনি আনলিমিটেড কোনো কোয়ালিটি কম্প্রেসড ছাড়া ছবি আপলোড করতে পারবেন। কিন্তু সবার পক্ষে google pixle ইউস করা সম্ভব না। কিন্তু রুট ইউজার হলে ইজিলি ফোটোস স্পুফিং এর মাধ্যমে একে ইজিলি বাইপাস করা যায়।
১. আপনি সর্বপ্রথম আপনার ফোনটি রুট করে নিন magisk এর মাধ্যমে। অবশ্যই লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন।
২. Magisk মডিউল টি ফ্ল্যাশ করুন ডিভাইস রিবুট দিন এবং google photos অ্যাপটির ডাটা ক্লিয়ার করুন। এখন আরামসে আনলিমিটেড ব্যাকআপ নিতে থাকুন।
৩. এই মডিউলটি miui,aosp,oxygenos যেকোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ কাজ করবে।
৪. এটি ইউস করে ছবি ব্যাকআপ করলে এতে কোনো প্রকার ছবি কম্প্রেসড হওয়ার চান্স নেই।
Note: যদি কোন কারণে মডিউল টি কাজ না করে তবে দ্বিতীয় পদ্ধতি ফলো করুন।
ROOT- Lsposed
১. Zygisk Lsposed এই মডিউলটি ফ্ল্যাশ করুন এবং lsposed অ্যাপ টি ইন্সটল করে ফোন রিবুট দিন।
২. Pixelify Gphotos অ্যাপটি ইনস্টল করুন এবং Lsposed অ্যাপটির মধ্যে গিয়ে এটি এক্টিভেট করুন। ফোনটি পুনরায় রিবুট দিন।
৩. Pixelify Gphotos অ্যাপটির মধ্যে গিয়ে Device To Spoof অপশনটিতে pixle xl সিলেক্ট করে ফোনটি রিবুট দিন। অন্য কোনো অপশন টাচ করবেন না।
৪. আনলিমিটেড ফটো ব্যাকআপ নিতে থাকুন।
NonRoot- Pc Emulator Method
১. এই পদ্ধতি ইউস করলে আপনি ফোন রুট না করেই আনলিমিটেড স্টোরেজ ফেসিলিটি নিতে পারবেন। কারণ এতে আপনি ইমুলেটর এর মাধ্যমে পিসিতে রুটেড ডিভাইস ইউস করবেন।
২. এখানে নির্দিষ্ট করে বলার কিছু নেই, আপনার পছন্দের যেকোন একটি অ্যান্ড্রয়েড ইমুলেটর ইনস্টল করে নিন । জনপ্রিয় অ্যান্ড্রয়েড এমুলেটর এর মধ্যে রয়েছে:
৩. তারপর পদ্ধতি ১ অথবা পদ্ধতি ২ ফলো করলেই আপনি আনলিমিটেড ফোটোস এর সুবিধা নিতে পারবেন।
You must be logged in to post a comment.
ভাই Realme 8 pro Android 13 রুট করা পসিবল??
Non root ya buji na valo kore
Non rooted ta ki sudu pc er jonno naki mobile er jonno
Not root eita PC te Hobe, mobile e na
batpar emon kore disos lage non rooted phone eo cholbe shob click er danda report koren all
Redmi note 10 pro root korbo kivabe aktu bolben plzz