একতা কাপুর প্রযোজিত নতুন ছবি KYAA KOOL HAIN HUM 3 মুক্তি পেয়েছে বলিউডের অনেক রেকর্ডকে ভেঙে দিয়েছে সদ্য প্রকাশিত ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’। ইউটিউবে প্রকাশের পরই দর্শকরা পছন্দের তালিকায় এই ট্রেলর উঠে এসেছে এক নম্বরে। তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালোই ব্যবসা করবে এর ইঙ্গিতও মিলেছে। টুইটারে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন আফতাব। তিনি লিখেছেন, ‘১০ লক্ষ মানুষ দেখেছেন।

ক্যায়া কুল হ্যায় হম ৩:-

তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালই ব্যবসা করবে তার ইঙ্গিতও মিলেছে। চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজিয়েছেন তা আগেই জানিয়েছিল টিম ‘কেয়া কুল হ্যায় হাম ৩’। কিন্তু মোশন টিউনার প্রকাশের পর দেখা গিয়েছে অশ্লীলতার কোনও তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা।বলি‌উডের একাংশ বলছে, সাহসী চিত্রনাট্য এর আগেও দেখেছে সিনে দুনিয়া। কিন্তু এমন বাড়াবাড়ি এর আগে হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। যদিও এই ছবির সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন এমন টিউনার ব্যবহার করা হয়েছে। সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল সমালোচনা। একটা বড় অংশের দাবি, এই ধরনের কাজ বলিউডে এর আগে হয়নি।

kkkk1kkkk

 

KYAA KOOL HAIN HUM 3 (2016) মুভিটি ডাউনলোড লিংক (700 MB) 

9 thoughts on "দেখেনিন মুক্তি প্রাপ্ত মুভি KYAA KOOL HAIN HUM 3 (2016) | HD 720p"

  1. M@hbub Contributor says:
    মুভি শেয়ার এর কোন ক্যাটাগরি রানা ভাই বানাই নি তাইলে ছবি শেয়ার করেন কেন?
    1. MD Jahid Hasan Contributor says:
      যত সব ফাঊল পুস্ট পারলে ডিরেক্ট ডাওনলোড দিবেন
  2. khaledazmir Contributor says:
    সরাসরি ডাওনলোড লিংক দিন
  3. Bloodriver_Raj Contributor says:
    direct download pink dile vlo hoto.
  4. vesper nasir Contributor says:
    paltoooooooooo post
  5. Naime khan Tamai Contributor says:
    আনেক ধন্যবাদ

Leave a Reply