সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকের অ্যাপ ব্যবহার
করে ব্যবহারকারীরা থ্রিডি
টাচ সুবিধা লাভ করবেন। এতে
ব্রাউজিংসহ বিভিন্ন ফিচার
ব্যবহার করতে নতুন ধরনের
অভিজ্ঞতা লাভ করা সম্ভব
হবে। এক প্রতিবেদনে
বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান
এক্সপ্রেস।
ফেসবুকের অ্যাপে এ থ্রিডি
সুবিধা প্রাথমিকভাবে
আইওএস অপারেটিং
সিস্টেমের অ্যাপে পাওয়া
যাবে। পরবর্তীতে এ সুবিধা
অন্যান্য অপারেটিং
সিস্টেমেও যোগ হতে পারে।
ফেসবুকের যে
ব্যবহারকারীরা এ সুবিধা
পাবেন তারা মেসেজের
মাধ্যমে এটির তথ্য পেয়ে
যাবেন।
থ্রিডি টাচ সাপোর্টের
মাধ্যমে ব্যবহারকারীরা
কোনো আইকনে হালকা চাপ

দিচ্ছেন নাকি বেশি চাপ
দিচ্ছেন তা নির্ণয়েরও
ব্যবস্থা থাকবে। ফলে
কোনো আইকনের ওপর
বাড়তি চাপ দিলে তা সরাসরি
অন্য কোনো ফাংশনে নিয়ে
যাবে।
এ ফিচারটির মাধ্যমে
আইফোন ব্যবহারকারীরা
ফেসবুকের কোনো
কনটেন্টের প্রিভিউ পাবেন
তা ওপেন না করেই।
আইফোন সিক্সএস সিরিজ
ব্যবহারকারীরা সবার আগে
এ সুবিধা পাচ্ছেন।
ইন্সটাগ্রাম, ড্রপবক্স,
হোয়াটসঅ্যাপ ইত্যাদি
সামাজিক
যোগাযোগমাধ্যমের অ্যাপে
থ্রিডি টাচ ব্যবহারের সুবিধা
সীমিতভাবে চালু রয়েছে। তবে
এ সুবিধা আরও বাড়বে বলে
আশা করা হচ্ছে।
এ বিষয়ে ফেসবুকের এক
মুখপাত্র বলেন, ‘আমরা খুবই
আনন্দিত যে, ফেসবুকের
আইওএস থ্রিডি টাচ
সাপোর্ট শুরু করা হচ্ছে।
এতে ফেসবুকের কোনো
কনটেন্ট ওপেন করার আগেই
তার প্রিভিউ দেখা যাবে এবং
পরবর্তীতে আপনি আগ্রহী
হলে তা ওপেন করতে
পারবেন।’
আইফোনে এ সুবিধা যোগ
হলেও বিশ্বের অন্য
কয়েকটি স্মার্টফোন
নির্মাতা এ সুবিধা যোগ
করতে যাচ্ছে। হুয়াউয়েই
তাদের মেট এস স্মার্টফোন
আইএফএ ২০১৫-তে
প্রদর্শন করে। সে
ফোনটিতেও রয়েছে থ্রিডি
টাচ সাপোর্ট। এছাড়া
স্যামসাং গ্যালাক্সি এস৭
স্মার্টফোনেও এ সুবিধা
যোগ হচ্ছে বলে জানা গেছে।

7 thoughts on "ফেসবুকে সাপোর্ট করবে থ্রিডি টাচ"

  1. DARKnesss Contributor says:
    vai ,fb te ki kore video upload dai,kon app thakle ektu name ta den.
    1. TrickBD.Com Author says:
      Facebook apps diye
  2. MS MUNNA KHAN Contributor says:
    vai emon ki kono apps ase jar madhome ami ganer sathe recod kore kono kotha jurte parbo parle amake dawna plz.
    1. Rahatmahmud Contributor Post Creator says:
      Play store থেকে MP3 Editor অথবা MP3 Mixer downlode kora nin.
  3. Mizanur1996 Contributor says:
    plz help ami play store theke apps download korte parsi na error dekhay phone symphony w30
    1. Rahatmahmud Contributor Post Creator says:
      app satting a problem ace
  4. Mizanur1996 Contributor says:
    setting thik ase tao hoy na, Set Resetting disi tao hoy na,

Leave a Reply