আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।এই একটি অ্যাপ SaveCall – Auto Call Recorder যার সম্পর্কে বলতে গেলে মনে হয় শেষ হবে না। যা না বললেই নয় তেমনি কিছু বিষয় শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। SaveCall – Auto Call Recorder এর সেবা 100% বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং স্মার্ট স্বয়ংক্রিয় কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন।ইনস্টল করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডিং আরম্ভ করবে পৃথক একটি অপারেশন ছাড়াই। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার সমুহ দেখে নেয়া যাকঃ

         

বৈশিষ্ট্য সমূহ:

  • স্মার্ট স্বয়ংক্রিয় ফোন কল রেকর্ডিং।
  • for certain contacts একটি স্বয়ংক্রিয় রেকর্ডিং ফিল্টার ফাংশন।
  •  বিভিন্ন ভাষা সমর্থন করে।
  • বিভিন্ন রঙ থিম সমর্থন করে।
  •  high-quality মানের রেকর্ডিং মানের সেবা প্রদান করতে সক্ষম।
  • বিভিন্ন অডিও ফরম্যাটের যেমন (AMR, MP3, MP4, 3GP) সাপোর্ট করবে।
  • Provide Multi-list select feature।
  • Provide record ফাইল মেমো ফাংশন।
  • পিন নিরাপত্তা বৈশিষ্ট্য।

ফাইল ইনফো:

  • ফাইল সাইজঃ ২.৮ মেগাবাইট
  • ভার্সনঃ ১.২.৫
  • মিনিমাম রিকুয়ারমেন্টঃ অ্যান্ড্রয়েড ৪.০ এবং তার পরের ভার্সন।

ডাউনলোড লিংকঃ     Click here to download

ডাউনলোডের নিয়ম:লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন

One thought on "Android ফোনের জন্য সেরা একটি অ্যাপ SaveCall – Auto Call Recorder। দেখে নিন এর ফিচার সমূহ।"

  1. Sobuj Hossain Contributor says:
    এমন একটা এপ্স দেন যেটা দিয়ে ইন্টারনেট একটিভ কল রেকর্ড হবে

Leave a Reply