আসসালামু আলাইকুম ট্রিক বিডির সকল সদস্যগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আজ আবারো হাজির হলাম আপনাদের মাঝে, লিখায় কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে ক্ষমা করবেন।
বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর হলো বিকাশ লিমিটেড। ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হলো বিকাশ,২০১১ সাল এর সময় বাংলাদেশের মার্কেট চেঞ্জার এই বিকাশ এর শুরু হয়। যা দেশের অর্থনীতির চাকা কে ঘুরিয়ে দেই নিয়ে আসে নতুন করে নতুন অঙ্গিকে। বর্তমানে শিশু থেকে বৃদ্ধ প্রায় সবাই ই বিকাশ নামটি শুনে থাকে। প্রায় ৭ কোটি মানুষ বিকাশ ব্যাবহার করে থাকে।
বর্তমানে টাকা লেনদেন এর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাওয়ার প্রয়োজন পড়ে না কাছেই যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে মুহূর্তেই টাকা তোলা যায়,বর্তমানে ই কমার্স প্রতিষ্ঠানের পেমেন্ট এর জন্যও বিকাশ গুরুত্তপূর্ণ এক মাধ্যম হিসেবে আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছে। বিকাশ তার গ্রাহকের জন্য প্রায় বিভিন্ন ক্যাম্পেইন করে থাকে।
এইবার তার বিকাশ ক্যাম্পেইন অনুযায়ী ২০ টাকা যদি কোনো বিকাশ গ্রাহক রিচার্জ করেন তাহলে প্রতি মিনিটে প্রথম রিচার্জকারী গ্রাহক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ২০ টাকা ক্যাশব্যাক। তাহলে পুরাই লাভ কোনো টাকা নিজের থেকে খরচ না করে একটু বুদ্ধি প্রয়োগ করে আপনিও জিতে নিতে পারেন ২০ টাকা ক্যাশব্যাক। কিভাবে করবেন বলে দেই।
বিকাশ থেকে যেকোনো নাম্বারে প্রতি মিনিটে প্রথম ১৫ রিচার্জকারী পাবেন • ২০ রিচার্জে ২০ ক্যাশব্যাক, যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড নাম্বারে অফার চলাকালীন ১ বার ক্যাশব্যাক পাওয়া যাবে
অফারটি চলবে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৫টা থেকে
রাত ১০টা পর্যন্ত।
প্রথমেই বিকাশ অ্যাপ ওপেন করুন, ইউএসডি কোড দিয়ে চেষ্টা করতে পারেন তবে সফল হবার চান্স খুব কম, কারণ সময় লাগে বেশি।
এইবার আপনার পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপ এ ঢুকুন।
এইবার এইখানে মোবাইল রিচার্জ অপশন রয়েছে সেটিকে খুঁজে বের করুন।
এইখানে আপনি যেই নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি লিখুন।
রিচার্জ অ্যামাউন্ট বক্স এ ২০ লিখে পাশের এই আইকন এ ক্লিক করুন।
এইবার আপনি আপনার পিন নম্বর টি এইখানে দিন।
আর রিচার্জ করার আগে অবশ্যই ঘড়ির কাঁটা দেখবেন যখন দেখবেন ৫৯ সেকেন্ড এর মত সময় হয়েছে তখনি রিচার্জ এ ট্যাপ করে ধরবেন দেখবেন পরের মিনিট চলে আসছে। এবং হয়তো আপনিও হতে পারেন সেই ভাগ্যবান ১৫ জন এর মধ্যে।
এই দেখুন এই নিয়ম ফলো করে আমি রিচার্জ করেছি বলে আমি ক্যাশব্যাক পেয়েছি।
আপনারাও চেষ্টা করুন যদি আপনার ভাগ্য ভালো হয় পেয়ে যেতে পারেন ২০ টাকা রিচার্জে ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য আমার এই পোস্টটি। Trickbd এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ
9 thoughts on "বিকাশ থেকে ২০ টাকা রিচার্জে ২০ টাকায় ক্যাশব্যাক হিসেবে নিয়ে নিন!! শর্ত প্রযোজ্য"