শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা
করি সকলে ভালো আছেন । আজ
আপনাদের সাথে একটি বিশেষ ট্রিক
শেয়ার করব যে কিভাবে মোবাইলে
লো ব্যাটারিতে অনায়াশে কথা বলা
যায় ।
তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি
কাজের কথায় আসা যাক ।
ধরুন আপনার নকিয়া মোবাইল এ
ব্যটারি লো…। কিন্তু আপনার খুব
গুরুত্বপূর্ন একটা কল করা দরকার…কিন্তু
হাতের কাছে চার্জার নেই…।

সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন
। নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে
রাখে । আপনি সেই রিজার্ভ চার্জ
ব্যবহার করে কথা বলতে পারবেন… সে
ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে
হবে…আপনার মোবাইল টি রিস্টার্ট
হবে,
তারপর যখন চালু হবে আপনি আপনার
ব্যটারী লেভেল ৫০% বেড়ে গেছে
দেখবেন……এখন আপনি আপনার
গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন…।
(ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন) ।
আপনি যখন আপনার মোবাইল আবার
চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে
যাওয়া রিজার্ভ চার্জ আবার
অটমেটিক চার্জড হয়ে যাবে…।
[বিদ্রঃ সকল মোবাইল এ প্রক্রিয়া
কাজ নাও করতে পারে ]
আরো টিপস পেতে সাথেই থাকুন
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

3 thoughts on "মোবাইলে লো ব্যাটারি? একটি মাত্র কোড ব্যবহার করে ব্যাটারি বাড়িয়ে নিন এখনই"

  1. Rahman00 Contributor says:
    কি কি ফোনে কাজ বরবে আমি nokia c1-00 তে try করছি কাজ হয় নাই
  2. rupok12 Contributor says:
    good post.!……appreciate it.
  3. Rabby Hasan Contributor says:
    ঘোষনা:যে আমার ফোন symphony v55 এর জন্য একটা cwm recovery বানাইয়া দিবে তাকে মোবাইল রিচার্জ করে দিব।

Leave a Reply