হাই!

আমি রাহুল

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন। আপনারা হয়তো অনেকেই জানেন SHAREit এর একটি উইন্ডোস ভার্সন আছে ৷ কিন্তু আমি এটি সম্পর্কে জানতে পারি কিছু দিন আগে৷ সম্প্রতি আমি আমার ফোন থেকে একটি ফাইল আমার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়েছিল৷ কিন্তু তখন ডাটা কেবল খুজে পাচ্ছিলাম না এবং লেপটপের ব্লুটুথ ও কাজ করছিল না৷ তখন গুগলে সার্চ করলে আমি এই সফ্টওয়্যারটি সম্পর্কে জানতে পারি৷ এক কথায় বলতে পারি পিসিতে ব্যবহার করার অভিজ্ঞতা অসাধারন৷
সফ্টওয়ারটির সাইজ মাত্র ৯ মেগা বাইট। আপনি প্রায় যেকোন উইনডোস ডেক্সটপ বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারবেন, তবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপে WiFi থাকতে হবে স্মার্টফোনের মতো। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।
Download Link

SHAREit 2.5.1.1

দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।
আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন।যদি পোস্ট আগে কেও করে থাকে তাহলে সরি।
ধন্যবাদ সবাইকে।

আরো পোস্ট পড়ত→ এখানে ক্লিক করুন

7 thoughts on "SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।"

  1. Faisal Kabir Contributor says:
    Ata dekstop a kaj kora bro?r dekstop a wi fi kivabe chalu korte hoi pls bolen?
  2. Rahul Ahmed Contributor Post Creator says:
    ভাই আপনার ল্যান কার্ড লাগবে।
    তাহলে Shareit + Wifi দুইটাই চলবে
  3. Nerob shawon Contributor says:
    Downlord hoina knw
    1. Rahul Ahmed Contributor Post Creator says:
      অপেরা দিয়ে হবে না

      #UC দিয়ে হবে।

  4. mdrahmat958 Contributor says:
    vai amar dextop yee spreed valo paina kono opai ache ki spreed varano please tell me
    1. Rahul Ahmed Contributor Post Creator says:
      ram??
      r
      Windowss??
      koto??
  5. Nerob shawon Contributor says:
    Hum..try korce kaj hoins

Leave a Reply