বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন । অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন আরাফাত সানি। কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দলে এলো আরও বড় দুঃসংবাদ। সানির মতো তাসকিনের বোলিং অ্যাকশনও আইসিসির কাছে বৈধতা পায়নি। টাইগার পেসারকে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছে আইসিসি। তার পরিবর্তে টি২০ বিশ্বকাপ খেলতে ভারত যাবেন শুভাগত হোম। এই বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। শুভাগত হোম কবে যাবেন ভারতে, তা অবশ্য পরিস্কার করে বলেননি। সব ঠিক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।________________________________________________________
ফেসবুকে শেয়ার করবেন,নিজে জানুন এবং অন্যকে.জানাতে সাহায্য করুন।

নিয়মিত ফেসবুকে পোস্ট পেতে


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এক্টিব থাকুন।

Facebook A Ami

_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com

One thought on "সানি’র পর তাসকিনকে নিষিদ্ধ করলো আইসিসি"

  1. Mahid Contributor says:
    মায়ের কাম মাসিরে দিয়া হয় নাকি???

    হুদায়…..

Leave a Reply