কেমন আছেন আশা করি ভাল।
কাজের কথায় আসি
Root করার কারণ
Root করার কারন হল কিছু হ্যাকিং অথবা কোন এপস এর জন্য রোট পারমিশন লাগে তাই রোট করা হয় সাধারনত।
Root করাটি কি ঠিক?
না প্রিয় ব্লগ আপনাকে রিকোমেন্ড করবে রোট না করার।
কেন রোট করব না?
অনেকেই তার স্মার্টফোন কে যত্ন এবং ভালবাসেন তাই না?
ভালবাসেন না?
ওকে!
যারা ভালবাসেন চান না ফোনে কোন রকম সমস্যা হোক তারা রোট করবেন না !তাদের জন্য প্রিয়.গা ব্লগের পরামর্শ।
রোট করার মাধ্যমে আপনার ফোন ৫০% নষ্ট হয়ে গেছে এইটা মনে করতে হবে!
ভিবিন্ন বললে হবে প্রায় সব ফোন কম্পানি রোট এর মাধ্যমে Hardware প্রবলেম হলে তার দায়ী নয়।
আর যেসব এপস রোট পার্মেশন চাই তা না চালালে কি হবে না?
রোট থেকে বিরত থাকুন।
ভাল থাকুন সুস্থ থাকুন প্রিয় ব্লগের সাথে থাকুন
KingRoot দিয়ে রুট করছি, রুট সাকসেস হচ্ছে, ২-৪ ঘন্টার জন্য রুটের মজা নিতে পারছি, তারপর অটোমেটিক অানরুট হয়ে যাচ্ছে,
আর রুট করার পর ফোন একবার অফ করে অন করলেও আনরুট হয়ে যাচ্ছে, কি করবো বলো কেউ